Current Affairs / 27-06-2021 Part 6
প্রশ্নঃ "হিন্দুস্থানের জনজীবন" - এর লেখক হলেন -
(ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
(খ) দয়ারাম সাহানি
(গ) নীহাররঞ্জন রায়
(ঘ) কে এম আসরফ
উত্তরঃ (ঘ) কে এম আসরফ
প্রশ্নঃ "প্রিন্স অব বিন্ডার্স" কার উপাধি ছিল -
(ক) শাজাহান
(খ) বিন্দুসার
(গ) সমুদ্রগুপ্ত
(ঘ) অজাতশত্রু
উত্তরঃ (ক) শাজাহান
প্রশ্নঃ ১৯০৭ সালে স্যার কার্জন উইলকে হত্যা করেন -
(ক) এস সি চ্যাটার্জী
(খ) সর্দার অজিত সিং
(গ) এম এল ধিংরা
(ঘ) বি এন দত্ত
উত্তরঃ (গ) এম এল ধিংরা
প্রশ্নঃ সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ করতে পারে -
(ক) গুলঞ্চ
(খ) ক্লোরেল্লা
(গ) ইউগ্লিনা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) ক্লোরেল্লা
প্রশ্নঃ কে প্রথম আয়োজিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে? -
(ক) নিউজিল্যান্ড
(খ) ভারত
(গ) শ্রীলঙ্কা
(ঘ) অস্ট্রেলিয়া
উত্তরঃ (ক) নিউজিল্যান্ড
প্রশ্নঃ অরনিথিন চক্র কোথায় ঘটে? -
(ক) বৃক্ক
(খ) পাকস্থলী
(গ) নেফ্রন
(ঘ) যকৃৎ
উত্তরঃ (ঘ) যকৃৎ
প্রশ্নঃ ভারতবর্ষে কিচেন গার্ডেনের ধারণা আনে -
(ক) ইংরেজরা
(খ) পর্তুগীজরা
(গ) দিনেমাররা
(ঘ) ওলন্দাজরা
উত্তরঃ (ঘ) ওলন্দাজরা
প্রশ্নঃ DRDO - কবে প্রতিষ্ঠিত হয়েছিল? -
(ক) ১৯৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৫৮ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ কোন্ দেশের অলিখিত সংবিধান আছে? -
(ক) ফ্রান্স
(খ) ভারত
(গ) আমেরিকা যুক্তরাষ্ট্র
(ঘ) গ্রেট ব্রিটেন
উত্তরঃ (ঘ) গ্রেট ব্রিটেন
প্রশ্নঃ অ্যাডিলেড ক্রিকেট স্টেডিয়াম কোন্ দেশে অবস্থিত -
(ক) অস্ট্রেলিয়া
(খ) নিউজিল্যান্ড
(গ) ইংল্যান্ড
(ঘ) সাউথ আফ্রিকা
উত্তরঃ (ক) অস্ট্রেলিয়া
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ