Current Affairs / 27-06-2021 Part 4
প্রশ্নঃ তিব্বত, নেপাল, ভুটান এবং পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কোন্ রাজ্য রয়েছে? -
(ক) অসম
(খ) মিজোরাম
(গ) ত্রিপুরা
(ঘ) সিকিম
উত্তরঃ(ঘ) সিকিম
প্রশ্নঃ বাংলা নাটকের জনক কাকে বলা হয়? -
(ক) উৎপল দত্ত
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) বিজন ভট্টাচার্য
উত্তরঃ (গ) দীনবন্ধু মিত্র
প্রশ্নঃ সামাজিক বিজ্ঞান অ্যাসোসিয়েশন গঠিত হয় -
(ক) ১৯৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ আমস্টারডাম কোন্ দেশের রাজধানী -
(ক) সুইজারল্যান্ড
(খ) নেদারল্যান্ড
(গ) আয়ারল্যান্ড
(ঘ) নিউজিল্যান্ড
উত্তরঃ (খ) নেদারল্যান্ড
প্রশ্নঃ ২০১৯ সালে বিশ্বকাপে সেমিফাইনালে ভারত কার কাছে পরাজিত হয় -
(ক) ইংল্যান্ড
(খ) অস্ট্রেলিয়া
(গ) নিউজিল্যান্ড
(ঘ) পাকিস্তান
উত্তরঃ (গ) নিউজিল্যান্ড
প্রশ্নঃ মোঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? -
(ক) আকবর
(খ) বাবর
(গ) শাজাহান
(ঘ) হুমায়ুন
উত্তরঃ (খ) বাবর
প্রশ্নঃ শেনিক কার উপাধি ছিল? -
(ক) বিম্বিসার
(খ) বিন্দুসার
(গ) অজাতশত্রু
(ঘ) সমুদ্রগুপ্ত
উত্তরঃ (গ) অজাতশত্রু
প্রশ্নঃ আকবর কত খ্রিস্টাব্দে ইবাদৎখানা প্রতিষ্ঠা করেন -
(ক) ১৫৮৭ খ্রিস্টাব্দে
(খ) ১৫৮২ খ্রিস্টাব্দে
(গ) ১৫৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৭১ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৫৭৫ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ আকবর কত খ্রিস্টাব্দে দীন-ই-ইলাহী প্রবর্তন করেন -
(ক) ১৫৭৫ খ্রিস্টাব্দে
(খ) ১৫৮২ খ্রিস্টাব্দে
(গ) ১৫৮৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৮৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৫৮২ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয় কোন্ Article - তে বলা হয়েছে? -
(ক) Article 351
(খ) Article 356
(গ) Article 362
(ঘ) Article 368
উত্তরঃ (খ) Article 356
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ