Current Affairs / 26-06-2021 Part 5
প্রশ্নঃ স্বর্ণ প্যাগোডার দেশ, প্যাগোডার দেশ কাকে বলা হয়? -
(ক) জামাইকা
(খ) বার্বাডোজ
(গ) মায়ানমার
(ঘ) কানাডা
উত্তরঃ (গ) মায়ানমার
প্রশ্নঃ ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? -
(ক) অন্ধ্রপ্রদেশ
(খ) মধ্যপ্রদেশ
(গ) বিহার
(ঘ) ঝাড়খন্ড
উত্তরঃ (খ) মধ্যপ্রদেশ
প্রশ্নঃ ইলেকট্রিক বাল্বে কোন্ গ্যাস থাকে -
(ক) হাইড্রোজেন
(খ) সোডিয়াম
(গ) নাইট্রোজেন
(ঘ) কার্বন-ডাই-অক্সাইড
উত্তরঃ (গ) নাইট্রোজেন
প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? -
(ক) ৩রা জুন
(খ) ৫ই জুন
(গ) ৭ই জুন
(ঘ) ৯ই জুন
উত্তরঃ (খ) ৫ই জুন
প্রশ্নঃ কোন দেশের সুপ্রিমকোর্ট মৌলিক অধিকারবিরোধী কোনো আইনকে বাতিল করতে পারে না? -
(ক) আমেরিকা
(খ) ব্রিটেন
(গ) ভারত
(ঘ) ভারত ও ব্রিটেন
উত্তরঃ (গ) ভারত
প্রশ্নঃ সোমনাথ মন্দরটি ভারতের কোন্ রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত? -
(ক) কেরালা
(খ) গোয়া
(গ) গুজরাট
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) গুজরাট
প্রশ্নঃ কলকাতা রাজভবনের নকশা কে করেন? -
(ক) রেন্ডল
(খ) চার্লস ওয়াট
(গ) চার্লস ডিকেন্স
(ঘ) চার্লস ডারউইন
উত্তরঃ (খ) চার্লস ওয়াট
প্রশ্নঃ "রন্টজেন" কোন, রশ্মি আবিষ্কার করেন? -
(ক) আলফা রশ্মি
(খ) বিটা রশ্মি
(গ) গামা রশ্মি
(ঘ) এক্স রশ্মি
উত্তরঃ (ঘ) এক্স রশ্মি
প্রশ্নঃ প্রথম ভারতের চলচ্চিত্রের নাম কি? -
(ক) বিল্বমঙ্গল
(খ) রাজা হরিশচন্দ্র
(গ) চলুচ্চিত্র আজীবন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) রাজা হরিশচন্দ্র
প্রশ্নঃ বনস্পতি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? -
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) কার্বন-ডাই-অক্সাইড
(ঘ) নাইট্রোজেন
উত্তরঃ (খ) হাইড্রোজেন
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ