Current Affairs / 26-06-2021 Part 6
প্রশ্নঃ কোন্ পাখি পিছন দিকে উড়তে পারে? -
(ক) হামিং বার্ড
(খ) ময়ূর
(গ) সুইফ্ট বার্ড
(ঘ) কাক
উত্তরঃ (ক) হামিং বার্ড
প্রশ্নঃ মিলখা সিং কত বছর বয়সে মারা যান? -
(ক) ৮৫ বছর
(খ) ৯০ বছর
(গ) ৯১ বছর
(ঘ) ৯৫ বছর
উত্তরঃ (গ) ৯১ বছর
প্রশ্নঃ এলাহাবাদ প্রশস্তিতে কোন্ রাজার কীর্তি বর্ণনা আছে? -
(ক) স্কন্দগুপ্ত
(খ) সমুদ্রগুপ্ত
(গ) শ্রীগুপ্ত
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) সমুদ্রগুপ্ত
প্রশ্নঃ ইকতা প্রথার প্রবর্তন কে করেন? -
(ক) মোহাম্মদ ঘোড়ী
(খ) কুতুবউদ্দিন আইবেক
(গ) ইলতুৎমিস
(ঘ) গিয়াসউদ্দিন বলবন
উত্তরঃ (গ) ইলতুৎমিস
প্রশ্নঃ হিমালয়ের রানী কাকে বলা হয়? -
(ক) পুনে
(খ) মুসৌরি
(গ) সিকিম
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) মুসৌরি
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠানটি কোন্টি? -
(ক) রবীন্দ্র বিদ্যালয়
(খ) বিশ্বভারতী
(গ) সেবাগ্রাম পাঠশালা
(ঘ) সবরমতী আশ্রম
উত্তরঃ (খ) বিশ্বভারতী
প্রশ্নঃ ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক -
(ক) রামপাল
(খ) মনপ্রীত সিং
(গ) নির্মল সিং
(ঘ) যশবন্ত সিং
উত্তরঃ (খ) মনপ্রীত সিং
প্রশ্নঃ বিজয় ঘাট কার সমাধিস্থল? -
(ক) ইন্দ্রিরা গান্ধী
(খ) লাল বাহাদুর শাস্ত্রী
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) মহাত্মা গান্ধী
উত্তরঃ (খ) লাল বাহাদুর শাস্ত্রী
প্রশ্নঃ সকল উত্তরপথনাথ কোন্ রাজার উপাধি? -
(ক) কনিষ্ক
(খ) হর্ষবর্ধন
(গ) আশোক
(ঘ) সমুদ্রগুপ্ত
উত্তরঃ (খ) হর্ষবর্ধন
প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? -
(ক) লিরা
(খ) র্যান্ড
(গ) ওন
(ঘ) কোয়াচ
উত্তরঃ (খ) র্যান্ড
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ