Current Affairs / সম্প্রীতিক ঘটনা/ 26-06-2021/ Daily Current Affairs Today Part 4
Type Here to Get Search Results !

Current Affairs / সম্প্রীতিক ঘটনা/ 26-06-2021/ Daily Current Affairs Today Part 4

 Current Affairs / 26-06-2021 Part 4


প্রশ্নঃ কবিরের গুরুর নাম কি? -

(ক) গরদাস

(খ) রামানন্দ

(ঘ) হরিদাস

(ঘ) উপরের কেউ নয়

উত্তরঃ (খ) রামানন্দ


প্রশ্নঃ জাপানে পারমাণবিক বোমা ফেলা হয় কত খ্রিস্টাব্দে? -

(ক) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে


প্রশ্নঃ সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? -

(ক) হিলিয়াম

(খ) রেডন

(গ) ক্যাপটন

(ঘ) হাইড্রোজেন

উত্তরঃ (ক) হিলিয়াম


প্রশ্নঃ ক্যান্সার ডে কবে পালন করা হয়? -

(ক) ১৫ই জানুয়ারি

(খ) ১২ই আগস্ট

(গ) ৪ঠা ফেব্রুয়ারি

(ঘ) ২৩শে ডিসেম্বর

উত্তরঃ (গ) ৪ঠা ফেব্রুয়ারি


প্রশ্নঃ প্রথম কোন্‌ ভারতীয় মিস ইউনিভার্স পুরস্কারটি পেয়েছেন? -

(ক) ডায়না হিডেন

(খ) রিতা ফারিয়া

(গ) সুস্মিতা সেন

(ঘ) লারা দত্ত

উত্তরঃ (গ) সুস্মিতা সেন


প্রশ্নঃ আলবিরুণী কার সঙ্গে ভারতে আসেন? -

(ক) কুতুবউদ্দিন আইবেক

(খ) ইলতুৎমিস

(গ) সুলতান মামুদ

(ঘ) হিউয়েন সাং

উত্তরঃ (গ) সুলতান মামুদ


প্রশ্নঃ নাচুনে হরিণ কোন্‌ জাতীয় উদ্যানে দেখতে পাওয়া যায় -

(ক) দাচিগাম

(খ) কেইবুল নামাজে

(গ) বন্দিপুর

(ঘ) হেমিস

উত্তরঃ (খ) কেইবুল নামাজে


প্রশ্নঃ "ম্যাথেমেটিক্স ডে" কবে পালন করা হয় -

(ক) ১৫ই জানুয়ারি

(খ) ১২ই আগস্ট

(গ) ২২শে ডিসেম্বর

(ঘ) ২৩শে আগস্ট

উত্তরঃ (গ) ২২শে ডিসেম্বর


প্রশ্নঃ সালোকসংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি কি? -

(ক) সোডিয়াম

(খ) লোহা

(গ) কোবাল্ট

(ঘ) পটাশিয়াম

উত্তরঃ (গ) কোবাল্ট


প্রশ্নঃহ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? -

(ক) ৭৪ বছর

(খ) ৭৫ বছর

(গ) ৭৬ বছর

(ঘ) ৭৭ বছর

উত্তরঃ (গ) ৭৬ বছর


সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh


     বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close