Current Affairs / 25-06-2021 Part 4
প্রশ্নঃ সম্প্রতি ভারতকে হারিয়ে প্রথমবার "ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ" জিতলো -
(ক) অস্ট্রেলিয়া
(খ) নিউজিল্যান্ড
(গ) শ্রীলঙ্কা
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ (খ) নিউজিল্যান্ড
প্রশ্নঃ রজমনাম যে গ্রন্থটির ফরাসী অনুবাদ করেছিলেন সেটি হল -
(ক) উপনিষদ
(খ) রামায়ন
(গ) ভগবতগীতা
(ঘ) মহাভারত
উত্তরঃ (ঘ) মহাভারত
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হলো -
(ক) মেচি
(খ) রায়ডাক
(গ) পাহলা
(গ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) রায়ডাক
প্রশ্নঃ দাস বংশীয় কোন্ সুলতান দাস ছিলো না? -
(ক) কুতুবউদ্দিন আইবেক
(খ) ইলতুতমিস
(গ) রাজিয়া
(ঘ) বলবল
উত্তরঃ (গ) রাজিয়া
প্রশ্নঃ চোখের বাইরের সাদা অংশটিকে কি বলে? -
(ক) কর্নিয়া
(খ) স্ক্লোরা
(গ) কোরয়েড
(ঘ) ভিট্রিয়াস হিউমার
উত্তরঃ (খ) স্ক্লোরা
প্রশ্নঃ লোহার অভাবে উদ্ভিদের যে রোগ হয় -
(ক) অ্যানিমিয়া
(খ) স্কোরোসিস
(গ) পাতাঝরা
(ঘ) মূলের পচন
উত্তরঃ (ক) অ্যানিমিয়া
প্রশ্নঃ শেরশাহের সেনাপতি কে ছিলেন? -
(ক) বৈরাম খাঁ
(খ) ব্রহিজৎ গৌড়
(গ) হিমু
(ঘ) ফরিদ খাঁ
উত্তরঃ (খ) ব্রহিজৎ গৌড়
প্রশ্নঃ দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মাধ্যাকর্ষণ শক্তি হবে -
(ক) দ্বিগুণ
(খ) চারগুণ
(গ) ১/৪ ভাগ
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) ১/৪ ভাগ
প্রশ্নঃ "বাদশা গাজী" কোন্ সম্রাটের উপাধি -
(ক) আলাউদ্দিন খলজী
(খ) কনিষ্ক
(গ) ঔরঙ্গজেব
(ঘ) মহাপদ্মনন্দ
উত্তরঃ (গ) ঔরঙ্গজেব
প্রশ্নঃ "World Oceans Day" কবে পালন করা হয়? -
(ক) ৯ জুন
(খ) ৮ জুন
(গ) ২৮ জুন
(ঘ) ১৮ জুন
উত্তরঃ (খ) ৮ জুন
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ