Current Affairs / 25-06-2021 Part 3
প্রশ্নঃ সম্প্রতি, কাকে ভারতের অর্থ সচিব পদে নিযুক্ত করা হয়েছে? -
(ক) অজয় শেট
(খ) টি ভি সোমনাথন
(গ) প্রদীপ কুমার সিনহা
(ঘ) অতুল বোথরা
উত্তরঃ (খ) টি ভি সোমনাথন
প্রশ্নঃ আয়োডিনের অভাবে উদ্ভিদের যে রোগ হয় -
(ক) অ্যানিমিয়া
(খ) স্কোরোসিস
(গ) পাতাঝরা
(ঘ) মূলের পচন
উত্তরঃ (খ) স্কোরোসিস
প্রশ্নঃ অগ্ন্যুৎপাতের ফলে নিঃসৃত কোন্ গ্যাস বায়ুদূষণ ঘটায় -
(ক) ক্লোরিন
(খ) সালফার-ডাই-অক্সাইড ও কার্বন-ডাই-অক্সাইড
(গ) মিথেন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) সালফার-ডাই-অক্সাইড ও কার্বন-ডাই-অক্সাইড
প্রশ্নঃ আরগট রোগ কোন্ শস্যতে হয় -
(ক) আলু
(খ) আখ
(গ) বাজরা
(ঘ) গম
উত্তরঃ (খ) আখ
প্রশ্নঃ আর্কিওপ্টেরিক্স যে প্রাণী গোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে -
(ক) উভচর ও সরীসৃপ
(খ) পক্ষী ও সরীসৃপ
(গ) মৎস্য উভচর
(ঘ) স্তন্যপায়ী ও সরীসৃপ
উত্তরঃ (খ) পক্ষী ও সরীসৃপ
প্রশ্নঃ দিন ও রাত্রি সমান হয় -
(ক) মূলমধ্যরেখাই
(খ) কুমেরুতে
(গ) সুমেরুতে
(ঘ) নিরক্ষরেখাতে
উত্তরঃ (ঘ) নিরক্ষরেখাতে
প্রশ্নঃ আচমকামর জাতীয় উদ্যান ভারতের কোন্ রাজ্যে অবস্থিত -
(ক) কর্ণাটক
(খ) ছত্রিশগড়
(গ) উত্তর প্রদেশ
(ঘ) হরিয়ানা
উত্তরঃ (খ) ছত্রিশগড়
প্রশ্নঃ নীচের কোন্ দেশের কোনো আইনসভা নেই? -
(ক) নেপাল
(খ) আরব
(গ) মায়ানমার
(ঘ) ভুটান
উত্তরঃ (খ) আরব
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থান করেছে -
(ক) বাংলাদেশ
(খ) বিহার ও ঝারখন্ড
(গ) উড়িষ্যা
(ঘ) সিকিম ও ভুটান
উত্তরঃ (ক) বাংলাদেশ
প্রশ্নঃ বেরিলিতে মহাবিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিল? -
(ক) আমর সিং
(খ) লিয়াকত আলী
(গ) খান বাহাদুর
(ঘ) বখত খান
উত্তরঃ (গ) খান বাহাদুর
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ