Current Affairs / 25-06-2021 Part 5
প্রশ্নঃ জুলেরিমে ট্রফি কোন্ খেলার সাথে যুক্ত -
(ক) ফুটবল
(খ) ক্রিকেট
(গ) টেবিল টেনিস
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) ফুটবল
প্রশ্নঃ নীচের কোন্ পুরস্কারটি বিজ্ঞানের উপর দেওয়া হয় -
(ক) ধ্যানচাঁদ
(খ) অ্যবেল
(গ) কলিঙ্গ
(ঘ) মূর্তিদেবী
উত্তরঃ (গ) কলিঙ্গ
প্রশ্নঃ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কার মস্তিষ্কপ্রসূত? -
(ক) জওহরলাল নেহেরু
(খ) দাদাভাই নওরোজি
(গ) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(ঘ) বি আর আম্বেদকর
উত্তরঃ (ক) জওহরলাল নেহেরু
প্রশ্নঃ অলিম্পিকের হলুদ বলয় কোন্ মহাদেশে চিহ্ন বহন করে? -
(ক) আফ্রিকা
(খ) এশিয়া
(গ) ইউরোপ
(ঘ) আমেরিকা
উত্তরঃ (খ) এশিয়া
প্রশ্নঃ "Indian Military Academy" - কোথায় অবস্থিত? -
(ক) উত্তর প্রদেশ
(খ) দেরাদুন
(গ) গোয়া
(ঘ) পুনে
উত্তরঃ (খ) দেরাদুন
প্রশ্নঃ পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে? -
(ক) দিল্লী
(খ) শ্রীলংকা
(গ) ভূমধ্যসাগরীয় অঞ্চল
(ঘ) মস্কো
উত্তরঃ (গ) ভূমধ্যসাগরীয় অঞ্চল
প্রশ্নঃ আত্মীয় সভার প্রতিষ্ঠতা কে? -
(ক) মতিলাল নেহেরু
(খ) চিত্তরঞ্জন দাশ
(গ) রাজা রামমোহন রায়
(ঘ) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
উত্তরঃ (গ) রাজা রামমোহন রায়
প্রশ্নঃ আলফা কেরাটিন প্রোটিন মানব শরীরের কোথায় থাকে? -
(ক) হাড়ে
(খ) ত্বকে
(গ) চুলে
(ঘ) দাঁতে
উত্তরঃ (গ) চুলে
প্রশ্নঃ হিমালয়ের রানী কাকে বলে? -
(ক) মুসৌরি
(খ) পুনে
(গ) দুর্গাপুর
(ঘ) সিকিম
উত্তরঃ (ক) মুসৌরি
প্রশ্নঃ কংগ্রেসের কোন্ অধিবেশনে প্রথমবার বন্দেমাতরম সঙ্গীতটি গাওয়া হয়েছিল? -
(ক) কলকাতা (১৮৯৬)
(খ) পুনা (১৮৯৬)
(গ) কলকাতা (১৯৯০)
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) কলকাতা (১৮৯৬)
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ