Current Affairs / সম্প্রীতিক ঘটনা/ 25-06-2021/ Daily Current Affairs Today Part 6
Type Here to Get Search Results !

Current Affairs / সম্প্রীতিক ঘটনা/ 25-06-2021/ Daily Current Affairs Today Part 6

  Current Affairs / 25-06-2021 Part 6


প্রশ্নঃ ফতেপুর সিক্রিতে ইবাদৎখানা নির্মাতা ছিলেন -

(ক) শাজাহন

(খ) আকবর

(গ) ঔরঙ্গজেব

(ঘ) জাহাঙ্গীর

উত্তরঃ (খ) আকবর


প্রশ্নঃ "নিউ ইন্ডিয়া" সাপ্তাহিক পত্রিকার প্রকাশক কে? -

(ক) দীনবন্ধু মিত্র

(খ) বিপিনচন্দ্র পাল

(গ) ভূপেন্দ্রনাথ পাল

(ঘ) নগেন্দ্রনাথ ঘোষ

উত্তরঃ (খ) বিপিনচন্দ্র পাল


প্রশ্নঃ মাছের কয়টি প্রকোষ্ঠ থাকে -

(ক) ১৩টি

(খ) ৩টি

(গ) ২টি

(ঘ) ৪টি

উত্তরঃ (গ) ২টি


প্রশ্নঃ সংবিধানের ২৫ নম্বর ধারায় দেওয়া আছে -

(ক) সময়ের অধিকার

(খ) স্বাধীনতার অধিকার

(গ) ধর্মীয় অধিকার

(ঘ) শোষণের বিরুদ্ধের অধিকার

উত্তরঃ (গ) ধর্মীয় অধিকার


প্রশ্নঃ কত খ্রিস্টাব্দ থেকে রমন ম্যাগনেসে পুরুস্কার দেওয়া হয় -

(ক) ১৯৫০ খ্রিস্টাব্দ

(খ) ১৯৫৪ খ্রিস্টাব্দ

(গ) ১৯৫৮ খ্রিস্টাব্দ

(ঘ) ১৯৬৯ খ্রিস্টাব্দ

উত্তরঃ (গ) ১৯৫৮ খ্রিস্টাব্দ


প্রশ্নঃ কোন্‌ প্রানীর মধ্যে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? -

(ক) আরশোলা

(খ) চিংড়ি

(গ) শামুক

(ঘ) উপরের সবকটি

উত্তরঃ (ঘ) উপরের সবকটি


প্রশ্নঃ সরু ব্যাস যুক্ত নল দিয়ে তরলের ওপরের দিকে ওঠার প্রবণতাকে কি বলা হয়? -

(ক) কৈশিক প্রক্রিয়া

(খ) অভিকর্ষজ টান

(গ) পৃষ্ঠটান

(ঘ) সান্দ্রতা

উত্তরঃ (ক) কৈশিক প্রক্রিয়া


প্রশ্নঃ অন্ধভোজ কোন্‌ সম্রাটের উপাধি -

(ক) আলাউদ্দিন খলজী

(খ) কনিষ্ক

(গ) কৃষ্ণদেব রায়

(ঘ) মহাপদ্মনন্দ

উত্তরঃ (গ) কৃষ্ণদেব রায়


প্রশ্নঃ কাপড় কাচার সোডা হল -

(ক) সোডিয়াম কার্বনেট

(খ) ক্যালশিয়াম কার্বনেট

(গ) সোডিমায় ক্লোরাইড

(ঘ) হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট

উত্তরঃ (ক) সোডিয়াম কার্বনেট

প্রশ্নঃ নীচের কাকে দৈত্য গ্রহ বলা হয়? -

(ক) মঙ্গল

(খ) পৃথিবী

(গ) শুক্র

(ঘ) বৃহস্পতি

উত্তরঃ (ঘ) বৃহস্পতি


     বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close