Current Affairs / 22-06-2021 Part 3
প্রশ্নঃ চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত -
(ক) গুজরাট
(খ) অন্ধপ্রদেশ
(গ) মধ্যপ্রদেশ
(ঘ) সিকিম
উত্তরঃ (গ) মধ্যপ্রদেশ
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন্ জেলায় সবথেকে বেশি ভুট্টা উৎপাদন হয় -
(ক) পুরুলিয়া
(খ) হুগলী
(গ) বর্ধমান
(ঘ) মুর্শিদাবাদ
উত্তরঃ (ক) পুরুলিয়া
প্রশ্নঃ বিশ্ব যোগা দিবস পালিত হয় -
(ক) ২২শে জুন
(খ) ২১শে জুন
(গ) ১২ই জানুয়ারি
(ঘ) ২১শে জুলাই
উত্তরঃ (খ) ২১শে জুন
প্রশ্নঃ ভজু হ্রদ ভারতের কোন্ রাজ্যে অবস্থিত -
(ক) আসাম
(খ) উত্তরাখন্ড
(গ) গুজরাট
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (গ) গুজরাট
প্রশ্নঃ চিন্তামণিকর (পক্ষী) অভয় অরণ্য কোন্ জেলায় -
(ক) উত্তর ২৪ পরগনা
(খ) দক্ষিণ ২৪ পরগণা
(গ) জলপাইগুড়ি
(ঘ) নদীয়া
উত্তরঃ (খ) দক্ষিণ ২৪ পরগণা
প্রশ্নঃ পদ্মফুল দিনের আলোয় ফোটে ও অন্ধকারে বুঝে যায়, এটি হলো -
(ক) নিকোটিন্যাস্টিক চলন
(খ) সিসমোন্যাস্টিক চলন
(গ) ফটোন্যাস্টিকচলন
(ঘ) হাইপোন্যাস্টিক চলন
উত্তরঃ (গ) ফটোন্যাস্টিকচলন
প্রশ্নঃ BRICS এর সদস্য ভুক্ত দেশ কয়টি -
(ক) ৫টি
(খ) ৬ টি
(গ) ৭ টি
(ঘ) ৮ টি
উত্তরঃ (ক) ৫টি
প্রশ্নঃ পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? -
(ক) পামির মালভূমি
(খ) লাদাখ মালভূমি
(গ) তিব্বতের মালভূমি
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) পামির মালভূমি
প্রশ্নঃ ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়? -
(ক) উইলিয়াম শেক্সপীয়ার
(খ) জনাথন সুইফট
(গ) জিওফ্রে চসার
(ঘ) জন মিল্টন
উত্তরঃ (গ) জিওফ্রে চসার
প্রশ্নঃ তুজুক - ই - বাবরি কোন্ ভাষায় রচিত? -
(ক) তুর্কি
(খ) আরবি
(গ) গ্রিক
(ঘ) ফরাসি
উত্তরঃ (ক) তুর্কি
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ