Current Affairs / 22-06-2021 Part 2
প্রশ্নঃ ভারতের রোম কাকে বলে? -
(ক) মেঘালয়
(খ) বেঙ্গালুরু
(গ) দিল্লী
(ঘ মুম্বাই
উত্তরঃ (গ) দিল্লী
প্রশ্নঃ দেশের প্রথম রাজ্য হিসাবে কোন্ রাজ্য দুই সন্তান নীতি গ্রহণ করেন? -
(ক) গোয়া
(খ) আসাম
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) বিহার
উত্তরঃ (খ) আসাম
প্রশ্নঃ ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় -
(ক) ১৪ বছরের কম
(খ) ১৮ বছরের কম
(গ) ১০ বছরের কম
(ঘ) ১৫ বছরের কম
উত্তরঃ (ক) ১৪ বছরের কম
প্রশ্নঃ আমাদের চোখের কোন্ অংশে প্রতিবিম্ব গঠিত হয়? -
(ক) কর্ণিয়া
(খ) লেন্স
(গ) রেটিনা
(ঘ) কোরয়েড
উত্তরঃ (গ) রেটিনা
প্রশ্নঃ ভারতের কোন্ শহরে প্রথম ভূগর্ভস্থ রেল চলাচল শুরু করেছে? -
(ক) দিল্লী
(খ) মুম্বাই
(গ) চেন্নাই
(ঘ) কলকাতা
উত্তরঃ (ঘ) কলকাতা
প্রশ্নঃ গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন? -
(ক) লুম্বিনী
(খ) সারনাথ
(গ) বৈশালী
(ঘ) বোধগয়া
উত্তরঃ (খ) সারনাথ
প্রশ্নঃ "ইঞ্জিনিয়ার" - এর বাংলা প্রতিশব্দ হল -
(ক) নির্মাতা
(খ) বুদ্ধিমান
(গ) বাস্তুকার
(ঘ) শিল্পী
উত্তরঃ (ক) নির্মাতা
প্রশ্নঃ যে বক্রচলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তাকে বলা হয় -
(ক) প্রোটোপ্লাজমীয় চলন
(খ) ট্রপিক চলন
(গ) ট্যাকটিক চলন
(ঘ) ন্যাস্টিক চলন
উত্তরঃ (খ) ট্রপিক চলন
প্রশ্নঃ ভারতের উদ্যান শহর হিসেবে পরিচিত -
(ক) বেঙ্গালুরু
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) জামশেদপুর
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (ক) বেঙ্গালুরু
প্রশ্নঃ "নবান্ন" নাটকটি কার লেখা? -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) বিজন ভট্টাচার্য
(ঘ) শম্ভু মিত্র
উত্তরঃ (গ) বিজন ভট্টাচার্য
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ