Current Affairs / 22-06-2021 Part 4
প্রশ্নঃ সারা ভারতে, বিধান চন্দ্র রায়ের স্মৃতিতে "Doctors' Day" কবে পালিত হয়? -
(ক) ১লা এপ্রিল
(খ) ১ লা মে
(গ) ১ লা জুন
(ঘ) ১ লা জুলাই
উত্তরঃ (ঘ) ১ লা জুলাই
প্রশ্নঃ ভারতের বৃহত্তম জলসেচ প্রকল্প কোনটি -
(ক) দামোদর ভ্যালি প্রজেক্ট
(খ) রিহান্ড প্রজেক্ট
(গ) ভাকরা নাঙাল প্রজেক্ট
(ঘ) নগর্জুন সাগর প্রজেক্ট
উত্তরঃ (গ) ভাকরা নাঙাল প্রজেক্ট
প্রশ্নঃ জ্যোতি রানধাওয়া কোন্ খেলার সঙ্গে যুক্ত -
(ক) গলফ
(খ) ব্যাডমিন্টন
(গ) কুস্তি
(ঘ) টেনিস
উত্তরঃ (ক) গলফ
প্রশ্নঃ পৃথিবীর কোন্ অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল? -
(ক) ইউরোপ
(খ) দক্ষিণ-পূর্ব এশিয়া
(গ) মধ্য এশিয়া
(ঘ) পারস্য অঞ্চলে
উত্তরঃ (গ) মধ্য এশিয়া
প্রশ্নঃ কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে দলত্যাগ বিরোধী বিল সংসদে পাস হয়? -
(ক) ৫২ তম
(খ) ৬২ তম
(গ) ৭৪ তম
(ঘ) ৭৬ তম
উত্তরঃ (ক) ৫২ তম
প্রশ্নঃ পশ্চিমুঙ্গের কোথায় জাহাজ নির্মাণ শিল্প আছে -
(ক) গার্ডেনরিচ
(খ) ইচ্ছাপুর
(গ) চিত্তরঞ্জন
(ঘ) কাশিপুর
উত্তরঃ (ক) গার্ডেনরিচ
প্রশ্নঃ সাইলেন্ট ভ্যালি অবস্থিত ভারতের কোন্ রাজ্যে -
(ক) কর্ণাটক রাজ্যে
(খ) কেরল রাজ্যে
(গ) তামিলনাড়ু রাজ্যে
(ঘ) গোয়া রাজ্যে
উত্তরঃ (খ) কেরল রাজ্যে
প্রশ্নঃ ভারতের প্রথম জনগনণা শুরু হয়েছিল কত সালে? -
(ক) ১৮৭৫ সালে
(খ) ১৮৭২ সালে
(গ) ১৮৭৩ সালে
(ঘ) ১৮৭০ সালে
উত্তরঃ (খ) ১৮৭২ সালে
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় বন্দুক নির্মাণ করা হয় -
(ক) ইচ্ছাপুর
(খ) কাশিপুর
(গ) ত্রিবেনী
(ঘ) নৈহাটি
উত্তরঃ (ক) ইচ্ছাপুর
প্রশ্নঃ কার নামানুসারে পুলিৎজার পুরস্কারের নামকরণ করা হয়েছে? -
(ক) ওয়াল্টার পুলিৎজার
(খ) জোসেফ পুলিৎজার
(গ) আলফ্রেড পুলিৎজার
(ঘ) পুলিৎজার ম্যাকেরন
উত্তরঃ (খ) জোসেফ পুলিৎজার
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ