Current Affairs / 22-06-2021 Part 5
প্রশ্নঃ আমারা যে টুথপেস্ট সাধারণত ব্যবহার করি, তার প্রকৃতি কি? -
(ক) আম্লিক
(খ) ক্ষারীয়
(গ) প্রশম
(ঘ) উভধর্মী
উত্তরঃ (খ) ক্ষারীয়
প্রশ্নঃ পরমাণু বোমা কে আবিস্কার করেন? -
(ক) অ্যাভোগাড্রো
(খ) রাদারফোর্ড
(গ) জে রবার্ট ওপেনহাইমার
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) জে রবার্ট ওপেনহাইমার
প্রশ্নঃ ভারতের কোন শহরকে সূর্য শহর বলা হয়? -
(ক) কলকাতা
(খ) মুমাই
(গ) দেরাদুন
(ঘ) যোধপুর
উত্তরঃ (ঘ) যোধপুর
প্রশ্নঃ কোন্ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে? -
(ক) ১৯০৭ সাল
(খ) ১৯১৭ সাল
(গ) ১৯১৯ সাল
(ঘ) ১৯৩০ সাল
উত্তরঃ (খ) ১৯১৭ সাল
প্রশ্নঃ 'আধুনিক ভারতের প্রবক্তা' কাকে বলা হয় -
(ক) রামমোহন রায়
(খ) মহাত্মা গান্ধী
(গ) ডিরোজিও
(ঘ) সুরেন্দ্র নাথ বন্দোপাধ্যায়
উত্তরঃ (ক) রামমোহন রায়
প্রশ্নঃ ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় কাকে? -
(ক) প্রীতিলতা ওয়াদ্দেদার
(খ) মাতঙ্গিনীনি হাজরা
(গ) মাদাম কামা
(ঘ) সরোজিনী নাইডু
উত্তরঃ (গ) মাদাম কামা
প্রশ্নঃ ইলেকট্রিক বাল্বের কুন্ডলীটি কী দিয়ে তৈরী? -
(ক) অভ্র
(খ) নাইক্রোম
(গ) টাংস্টেন
(ঘ) ফায়ার ক্লে
উত্তরঃ (গ) টাংস্টেন
প্রশ্নঃ যুহান্তর দলের প্রতিষ্ঠা কে করেছিলেন -
(ক) অশ্বিনীকুমার দত্ত
(খ) সতীশ বসু
(গ) বারীন্দ্রকুমার
(ঘ) সাভারকর
উত্তরঃ (গ) বারীন্দ্রকুমার
প্রশ্নঃ রানি কা ভাব কোথায় অবস্থিত? -
(ক) গুজরাট
(খ) রাজস্থান
(গ) তামিলনাড়ু
(ঘ) কর্ণাটক
উত্তরঃ (ক) গুজরাট
প্রশ্নঃ কলকাতা নাম কে আলীনগর রেখেছিলেন? -
(ক) মীরজাফর
(খ) সিরাজউদ্দৌলা
(গ) মীর কাসিম
(ঘ) সুজাউদ্দৌলা
উত্তরঃ (খ) সিরাজউদ্দৌলা
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ