Current Affairs / 20-06-2021 Part 2
প্রশ্নঃ অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন -
(ক) অ্যাভোগাড্রো
(খ) চার্লস
(গ) নিউটন
(ঘ) মিলকান
উত্তরঃ (ঘ) মিলকান
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বরফের জলে পুষ্ট নদীর নাম -
(ক) মাতলা
(খ) অজয়
(গ) তিস্তা
(ঘ) ভাগীরথী
উত্তরঃ (গ) তিস্তা
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন্ জেলায় মহাকুমা নেই? -
(ক) কলকাতা
(খ) উত্তর ২৪ পরগনা
(গ) কালিম্পং
(ঘ) আলিপুরদিয়ার
উত্তরঃ (ক) কলকাতা
প্রশ্নঃ জাহাঙ্গিরের সৌধ কোথায় অবস্থিত? -
(ক) আগ্রা
(খ) দিল্লী
(গ) লক্ষ্ণৌ
(ঘ) লাহোর
উত্তরঃ (ঘ) লাহোর
প্রশ্নঃ স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু কি? -
(ক) পারদ
(খ) ব্রোমিন
(গ) গ্যালিয়াম
(ঘ) লিথিয়াম
উত্তরঃ (খ) ব্রোমিন
প্রশ্নঃ জ্ঞানপীঠ পুরস্কার কোন্ ক্ষেত্রে দেওয়া হয়? -
(ক) গণিত
(খ) চলচ্চিত্র
(গ) হিন্দি সাহিত্য
(ঘ) সাহিত্য
উত্তরঃ (ঘ) সাহিত্য
প্রশ্নঃ ডুয়ার্স কথার অর্থ হল -
(ক) স্যাঁতস্যাঁতে
(খ) সবুজ উদ্ভিদ
(গ) দরজা
(ঘ) পলিমাটি
উত্তরঃ (গ) দরজা
প্রশ্নঃ মানুষের মস্তিষ্কের স্নায়ুর সংখ্যা কত? -
(ক) ১২ টি
(খ) ২২ টি
(গ) ১২ জোড়া
(ঘ) ২২ জোড়া
উত্তরঃ (গ) ১২ জোড়া
প্রশ্নঃ লাল ফুলকে সাদা আলোর মধ্যে কেমন দেখায়? -
(ক) লাল
(খ) নীল
(গ) সবুজ
(ঘ) কালো
উত্তরঃ (ক) লাল
প্রশ্নঃ জরুরীকালীন বা সংকটকালীন হরোমন হল -
(ক) অ্যাড্রিনালিন
(খ) ইনসুলিন
(গ) থাইরক্সিন
(ঘ) টেস্টোস্টেরন
উত্তরঃ (ক) অ্যাড্রিনালিন
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের একটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ