Current Affairs / 20-06-2021 Part 3
প্রশ্নঃ সম্প্রতি কোন্ রাজ্য তাদের নিজস্ব ভারতরত্ন, পদ্মশ্রী পুরস্কার চালু করবে? -
(ক) আসাম
(খ) বিহার
(গ) মহারাষ্ট্র
(ঘ) উত্তরাখন্ড
উত্তরঃ (ক) আসাম
প্রশ্নঃ বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরোমনটি হল? -
(ক) জিব্বেরেলিন
(খ) ইথিলিন
(গ) অক্সিন
(ঘ) সাইটোকাইনিন
উত্তরঃ (গ) অক্সিন
প্রশ্নঃ আলোর বর্ণালী সৃষ্টির কারণ -
(ক) অভ্যন্তরীণ প্রতিফলন
(খ) অভ্যন্তরীন প্রতিসরণ
(গ) বিচ্ছুরণ
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) বিচ্ছুরণ
প্রশ্নঃ মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে ভাগ করেছিল -
(ক) আটটি সুবাতে
(খ) দশটি সুবাতে
(গ) নয়টি সুবাতে
(ঘ) পনেরোটি সুবাতে
উত্তরঃ (ঘ) পনেরোটি সুবাতে
প্রশ্নঃ ভারতে পর্তুগীজদের প্রধান বাণিজ্যকেন্দ্র কোথায় ছিল? -
(ক) সুরাটে
(খ) গোয়াতে
(গ) মাদ্রাজে
(ঘ) চন্দননগরে
উত্তরঃ (ক) সুরাটে
প্রশ্নঃ আপেক্ষিক তাপ সবথেকে বেশি যে তরলের সেটি হল -
(ক) জল
(খ) দুধ
(গ) অ্যালকোহল
(ঘ) কেরোসিন
উত্তরঃ (ক) জল
প্রশ্নঃ কত সালে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়? -
(ক) ১৯২০ সালে
(খ) ১৯২৫ সালে
(গ) ১৯৩০ সালে
(ঘ) ১৯৪১ সালে
উত্তরঃ (গ) ১৯৩০ সালে
প্রশ্নঃ বিশ্বের রুটির ঝুড়ি কোন্ দেশকে বলা হয়? -
(ক) কিউবা
(খ) এসেস্ক
(গ) ডনবাস
(ঘ) ইউক্রেন
উত্তরঃ (ঘ) ইউক্রেন
প্রশ্নঃ গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? -
(ক) দিল্লী
(খ) বেঙ্গালুরু
(গ) কানপুর
(ঘ) কোচি
উত্তরঃ (গ) কানপুর
প্রশ্নঃ "পুতুল নাচের ইতিকথা" কার লেখা? -
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়
(খ) শৈলজানন্দ
(গ) জয় গোস্বামী
(ঘ) জীবনানন্দ দাশ
উত্তরঃ (ক) মানিক বন্দ্যোপাধ্যায়
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের একটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ