Current Affairs / 20-06-2021 Part 1
প্রশ্নঃ মেসোপটেমিয়া কথার অর্থ হল -
(ক) মৃতের স্তুপ
(খ) কৃষির উন্নতি
(গ) দুই নদীর মধ্যবর্তী অঞ্চল
(ঘ) প্রাচীনকাল
উত্তরঃ (গ) দুই নদীর মধ্যবর্তী অঞ্চল
প্রশ্নঃ পশ্চিমবঙ্গে মোট কতবার রাষ্ট্রপতি শাসন জারি হয়? -
(ক) ৫ বার
(খ) ৪ বার
(গ) ১ আর
(ঘ) ৩ বার
উত্তরঃ (খ) ৪ বার
প্রশ্নঃ নীচের কোন্ ধাতুর সঙ্গে অন্য ধাতু মিশিয়ে অ্যামালগাম তৈরি করা হয়?
(ক) ব্রোমিন
(খ) পারদ
(গ) সিসা
(ঘ) জিংক
উত্তরঃ (খ) পারদ
প্রশ্নঃ একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণীর নাম হল -
(ক) লেমুর
(খ) টেরোপাস
(গ) টালপা
(ঘ) একিডনা
উত্তরঃ (ঘ) একিডনা
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হল -
(ক) কালিম্পং
(খ) ঝড়গ্রাম
(গ) পশ্চিম বর্ধমান
(ঘ) পূর্ব বর্ধমান
উত্তরঃ (গ) পশ্চিম বর্ধমান
প্রশ্নঃ ২০২৩ সালে চাঁদে জলের অনুসন্ধানের জন্য কোন্ মোবাইল রোবট প্রেরণ করবে NASA? -
(ক) NIMO
(খ) VICCI
(গ) ANSCO
(ঘ) VIPER
উত্তরঃ (ঘ) VIPER
প্রশ্নঃ প্যাটাজিয়াম কোন্ প্রাণীর বৈশিষ্ট্য? -
(ক) পায়রা
(খ) ডলফিন
(গ) মৌমাছি
(ঘ) বাদুর
উত্তরঃ (ঘ) বাদুর
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম হল -
(ক) অক্ষয় মুখার্জি
(খ) ডা. প্রফুল্ল চন্দ্র ঘোষ
(গ) ডা. বিধানচন্দ্র রায়
(ঘ) জ্যোতি বসু
উত্তরঃ (গ) ডা. বিধানচন্দ্র রায়
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে -
(ক) ৫ টি
(খ) ৪ টি
(গ) ৬ টি
(ঘ) ৭ টি
উত্তরঃ (ক) ৫ টি
প্রশ্নঃ মিলখা সিং কোন্ খেলার সঙ্গে যুক্ত ছিলেন? -
(ক) ক্রিকেট
(খ) দৌড়
(৩) তীরন্দাজি
(ঘ) সাঁতারু
উত্তরঃ (খ) দৌড়
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের একটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ