নবম শ্রেণি
ভূগোল সাজেশন
পঞ্চম অধ্যায়
আবহবিকার
পর্ব ৮
নিচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ উপগোলাকার গণ্ডশিলার সৃষ্টি হয় কোন্ প্রক্রিয়ায়?
উত্তরঃ উপগোলাকার গণ্ডশিলার সৃষ্টি হয় শল্কমোচন প্রক্রিয়ায়।
প্রশ্নঃ কোন্ যান্ত্রিক আবহবিকারে শিলাস্তরগুলি সিঁড়ির মতো ধাপ তৈরি করে?
উত্তরঃ প্রস্তরচাঁই খন্ডীকরন পদ্ধতিতে যান্ত্রিক আবহবিকারে শিলাস্তরগুলি সিঁড়ির মতো ধাপ তৈরি করে।
প্রশ্নঃ যান্ত্রিক আবহবিকার কোথায় বেশি কার্যকারী?
উত্তরঃ যান্ত্রিক আবহবিকার মরু এবং মরুপ্রায় অঞ্চলে বেশি কার্যকারী।
প্রশ্নঃ শল্কমোচনে শিলাস্তর কীভাবে খুলে যায়?
উত্তরঃ শল্কমোচনে শিলাস্তর পেঁয়াজের শল্কপত্রের মতো খুলে যায়।
প্রশ্নঃ ক্রমাগত সংকোচন ও প্রসারনে শিলাস্তরে কী সৃষ্টি হয়?
উত্তরঃ ক্রমাগত সংকোচন ও প্রসারনে শিলাস্তরে পীড়নের সৃষ্টি হয়।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ