নবম শ্রেণি
ভূগোল সাজেশন
পঞ্চম অধ্যায়
আবহবিকার
পর্ব ৭
নিচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ কোন্ ভূবিজ্ঞানী যান্ত্রিক আবহবিকারের পদ্ধতির কথা উল্লেখ করেছেন?
উত্তরঃ ভূবিজ্ঞানী পেরি রাইস যান্ত্রিক আবহবিকারের পদ্ধতির কথা উল্লেখ করেছেন।
প্রশ্নঃ আবহবিকার শব্দটি সরল অর্থ কী?
উত্তরঃ আবহবিকার শব্দটি সরল অর্থ হল আবহাওয়া দ্বারা ভূমির পরিবর্তন।
প্রশ্নঃ প্রাকৃতিক শক্তির সাহায্য ছাড়াই শিলাচূর্ণ অপসারিত হয় কোন্ প্রক্রিয়ায়?
উত্তরঃ প্রাকৃতিক শক্তির সাহায্য ছাড়াই শিলাচূর্ণ অপসারিত হয় পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়ায়।
প্রশ্নঃ বিচূর্নিত শিলার অপসারণ ঘটে কোন্ প্রক্রিয়ায়?
উত্তরঃ বিচূর্নিত শিলার অপসারণ ঘটে ক্ষয়ীভবন প্রক্রিয়ায়।
প্রশ্নঃ কোন্ প্রক্রিয়ায় মূল শিলার স্থানচ্যুতি হয় না?
উত্তরঃ আবহবিকার প্রক্রিয়ায় মূল শিলার স্থানচ্যুতি হয় না।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ