নবম শ্রেণি
ভূগোল সাজেশন
পঞ্চম অধ্যায়
আবহবিকার
পর্ব ৯
নিচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ হেমাটাইট লৌহ আকরিকের সঙ্গে জল যুক্ত হয়ে কীসে পরিনত হয়?
উত্তরঃ হেমাটাইট লৌহ আকরিকের সঙ্গে জল যুক্ত হয়ে ভঙ্গুর লিমোনাইটে পরিনত হয়।
প্রশ্নঃ দিনে রাতে কীরূপ উষ্ণতার প্রসর প্রস্তরচাঁই খন্ডীকরণকে ত্বরান্বিত করে?
উত্তরঃ দিনের বেলা প্রায় ৫৫ ডিগ্রী সেলসিয়াস এবং রাতের বেলা প্রায় ১৭ ডিগ্রী সেলসিয়াস উষ্ণতার প্রসর প্রস্তরচাঁই খন্ডীকরণকে ত্বরান্বিত করে।
প্রশ্নঃ শিলার উপর মরচে পড়ে কোন্ প্রক্রিয়ায়?
উত্তরঃ শিলার উপর মরচে পড়ে জারণ প্রক্রিয়ায়।
প্রশ্নঃ প্রস্তরচাঁই খন্ডীকরণে শিলার কোন্ অংশ বরাবর ফাটল শুরু হয়?
উত্তরঃ স্তরচাঁই খন্ডীকরণে শিলার সন্ধিস্থল বরাবর ফাটল শুরু হয়।
প্রশ্নঃ হাইড্রেশন পদ্ধতিতে শিলার সঙ্গে কোন্ উপাদানের রাসায়নিক বিক্রিয়া হয়?
উত্তরঃ হাইড্রেশন পদ্ধতিতে শিলার সঙ্গে জলের রাসায়নিক বিক্রিয়া হয়।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ