নবম শ্রেণী
ভূগোল সাজেশন
পঞ্চম অধ্যায়
আবহবিকার
পর্ব ১৭
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : pH এর মান 7 এর বেশি হলে তাকে কি বলে?
উত্তর : pH এর মান 7 এর বেশি হলে তাকে ক্ষারীয় বলে।
প্রশ্ন : গাছের ডালপালা, ফুল, ফল ও পাতা পড়ে পচে গিয়ে যে অ্যাসিডের সৃষ্টি হয় তাকে কি বলে?
উত্তর : গাছের ডালপালা, ফুল, ফল ও পাতা পড়ে পচে গিয়ে যে অ্যাসিডের সৃষ্টি হয় তাকে হিউমিক অ্যাসিড বলে।
প্রশ্ন : তুষারের কার্যের ফলে পর্বতের পাদদেশে সঞ্চিত প্রস্তর খন্ডকে কি বলে?
উত্তর : তুষারের কার্যের ফলে পর্বতের পাদদেশে সঞ্চিত প্রস্তর খন্ডকে ফেলসেনমার বা ব্লকস্পেড বলে।
প্রশ্ন : কার্স্ট অঞ্চলে বা চুনাপাথর যুক্ত অঞ্চলে দ্রবন ক্রিয়ার ফলে সৃষ্ট সরু ও চওড়া খাঁজ এবং খাতকে কি বলে?
উত্তর : কার্স্ট অঞ্চলে বা চুনাপাথর যুক্ত অঞ্চলে দ্রবন ক্রিয়ার ফলে সৃষ্ট সরু ও চওড়া খাঁজ এবং খাতকে কারেন বলে।
প্রশ্ন : আবহবিকার প্রক্রিয়া গতি কিরূপ?
উত্তর : আবহবিকার প্রক্রিয়া গতি খুব ধীর গতিল প্রক্রিয়া।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ