নবম শ্রেণী
ভূগোল সাজেশন
পঞ্চম অধ্যায়
আবহবিকার
পর্ব ১৬
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : মাড ফ্লো বা কাদার প্রবাহ কোন প্রকার প্রাকৃতিক ঘটনা?
উত্তর : মাড ফ্লো বা কাদার প্রবাহ পুঞ্জিত ক্ষয়ের প্রাকৃতিক ঘটনা।
প্রশ্ন : শিলার কোন ধর্ম যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে দায়ী?
উত্তর : শিলার স্থিতিস্থাপকতা ধর্ম যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে দায়ী।
প্রশ্ন : বক্সাইট খনিজ কোন প্রকার আবহবিকারের ফলে সৃষ্টি হয়?
উত্তর : বক্সাইট খনিজ রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্টি হয়।
প্রশ্ন : সুউচ্চ পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢালে ত্রিকোণাকার শিলাখণ্ডকে কি বলে?
উত্তর : সুউচ্চ পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢালে ত্রিকোণাকার শিলাখণ্ডকে ট্যালাস বা স্ক্রি বলে।
প্রশ্ন : পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির বাড়ির দেয়ালে নোনা লেগে যাওয়ার কারন কি?
উত্তর : পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির বাড়ির দেয়ালে নোনা লেগে যাওয়ার কারন হল লবন কেলাসন প্রক্রিয়া।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ