নবম শ্রেণী
ভূগোল সাজেশন
পঞ্চম অধ্যায়
আবহবিকার
পর্ব ১৮
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : দিনের বেলা কোন সময়ে ক্ষুদ্র কণা বিশরণ ঘটে?
উত্তর : দিনের বেলা বিকাল ও সন্ধ্যা বেলা ক্ষুদ্রকণা বিশরণ ঘটে।
প্রশ্ন : কোন ধরনের আবহবিকারের ফলে কোরস্টোন বা ছোট গোলাকার গ্রানাইট শিলার সৃষ্টি হয়?
উত্তর : শল্কমোচন আবহবিকারের ফলে কোরস্টোন বা ছোট গোলাকার গ্রানাইট শিলার সৃষ্টি হয়।
প্রশ্ন : দ্রবণীয় ফেরাস অক্সাইডের অপর নাম কি?
উত্তর : দ্রবণীয় ফেরাস অক্সাইডের অপর নাম হল গোয়েথাইট।
প্রশ্ন : কোন জলবায়ু অঞ্চলে আবহবিকারের হার সর্বোচ্চ?
উত্তর : আর্দ্র ক্রান্তীয় অরণ্য জলবায়ু অঞ্চলে আবহবিকারের হার সর্বোচ্চ।
প্রশ্ন : চুনাপাথর যুক্ত অঞ্চলে দ্রবন ক্রিয়ার উৎপন্ন যুগ্ম লাল বর্ণের মৃত্তিকাকে কি বলে?
উত্তর : চুনাপাথর যুক্ত অঞ্চলে দ্রবন ক্রিয়ার উৎপন্ন যুগ্ম লাল বর্ণের মৃত্তিকাকে টেরারোসা বলে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ