WBBSE Class 9 Geography Suggestion 2021 PDF Download - নবম শ্রেনী - ভূগোল সাজেশন - চতুর্থ অধ্যায় - ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ - নবম শ্রেণী ভূগোল সাজেশন ২০২১ - পর্ব ৮
Type Here to Get Search Results !

WBBSE Class 9 Geography Suggestion 2021 PDF Download - নবম শ্রেনী - ভূগোল সাজেশন - চতুর্থ অধ্যায় - ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ - নবম শ্রেণী ভূগোল সাজেশন ২০২১ - পর্ব ৮

 নবম শ্রেণি

ভূগোল সাজেশন
চতুর্থ অধ্যায়
ভূ গাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ

পর্ব ৮




নিচের অতি প্রশ্নগুলির উত্তর দাও :

প্রশ্ন : প্রধান দুই প্রকার আকস্মিক আলোড়নের নাম উল্লেখ করো।
উত্তর : প্রধান দুই প্রকার আকস্মিক আলোড়নের নাম হল ভূমিকম্প ও অগ্ন্যুদগম।

প্রশ্ন : ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে সৃষ্ট পর্বতমালার নাম কি?
উত্তর : ইউরোপীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে সৃষ্ট পর্বতমালার নাম হল হিমালয় পর্বত।

প্রশ্ন : পৃথিবীর প্রধান ভূমিরূপ গুলির নাম উল্লেখ করো।
উত্তর : পৃথিবীর প্রধান ভূমিরূপ গুলি প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা - পর্বত, মালভূমি ও সমভূমি।

প্রশ্ন : পাত সঞ্চালনের জন্য কি ধরনের পর্বতের উৎপত্তি হয়?
উত্তর : পাত সঞ্চালনের জন্য ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বতের উৎপত্তি হয়।

প্রশ্ন : বিভিন্ন প্রকার ভাঁজের সমন্বয় সৃষ্ট ভূমিরূপকে কি বলে?
উত্তর : বিভিন্ন প্রকার ভাঁজের সমন্বয়ে সৃষ্ট ভূমিরূপ কে ভঙ্গিল পর্বত বলে।

প্রশ্ন : মহীভাবক আলোড়নের প্রভাবে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়?
উত্তর : মহীভাবক আলোড়নের প্রভাবে প্রধানত যে ভূমিরূপ গুলি সৃষ্টি হয় তার নিচে উল্লেখ করা হলো -
(১) মালভূমি
(২) স্তুপ পর্বত
(৩) গ্রস্ত উপত্যকা ইত্যাদি।

প্রশ্ন : মহাসাগরীয় পাত গুলির গভীরতা কত কিলোমিটার হয়?
উত্তর : মহাসাগরীয় পাত গুলির গভিরতা প্রায় 70 কিলোমিটার হতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close