নবম শ্রেণি
ভূগোল সাজেশন
চতুর্থ অধ্যায়
ভূ গাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
পর্ব ৭
নিচের অতি প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত কোনটি?
উত্তর : পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত হলো হিমালয় পর্বত।
প্রশ্ন : পৃথিবীর অভ্যন্তরের শক্তির নাম কি?
উত্তর : পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির নাম হল অন্তর্জাত শক্তি।
প্রশ্ন : পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি?
উত্তর : পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হলো আন্দিজ পর্বত।
প্রশ্ন : অন্তর্জাত প্রক্রিয়া গুলির প্রধান চালিকা শক্তির নাম কি?
উত্তর : অন্তর্জাত ও প্রক্রিয়া গুলির প্রধান চালিকা শক্তির নাম হল পরিচলন স্রোত।
প্রশ্ন : ভঙ্গিল পর্বতের অধোভঙ্গের কিসের সৃষ্টি হয়?
উত্তর : ভঙ্গিল পর্বতের অধোভঙ্গে উপত্যকার সৃষ্টি হয়।
প্রশ্ন : একাধিক সুউচ্চ শৃঙ্গ ও ঢালযুক্ত এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত ভূমিরূপটি কি?
উত্তর : একাধিক সুউচ্চ শৃঙ্গ ও ঢালযুক্ত এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত ভূমিরূপটি হল পর্বত।
প্রশ্ন : কোমল পাললিক শিলায় ভাঁজ সৃষ্টি হয়ে পর্বত গঠন করে কোন আলোড়ন?
উত্তর : গিরিজনি আলোড়ন।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ