নবম শ্রেণি
ভূগোল সাজেশন
চতুর্থ অধ্যায়
ভূ গাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
পর্ব ৯
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : চ্যুতি মধ্যবর্তী ভূখণ্ডের উত্থান কি পর্বতের সৃষ্টি করে?
উত্তর : চ্যুতি মধ্যবর্তী ভূখণ্ডের উত্থান স্তুপ পর্বতের সৃষ্টি করে।
প্রশ্ন : আগ্নেয় পর্বতের কোন অংশ দিয়ে ম্যাগমা বেরিয়ে আসে?
উত্তর : আপনি পর্বতের যারা মুখ দিয়ে ম্যাগমা বেরিয়ে আসে।
প্রশ্ন : জার্মান ভাষায় গ্রস্ত উপত্যকার নাম কি?
উত্তর : জার্মান ভাষায় গ্রস্ত উপত্যকার নাম হল গ্রাবেন।
প্রশ্ন : একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখ।
উত্তর : একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম হল ইকুয়েডরের কটোপ্যাক্সি।
প্রশ্ন : ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ দাও।
উত্তর : নর্মদা হলো ভারতের একটি আদর্শ গ্রস্ত উপত্যকার উদাহরণ।
প্রশ্ন : টারশিয়ারি যুগে পৃথিবীতে কোন জাতীয় পর্বতে সৃষ্টি হয়?
উত্তর : টারশিয়ারি যুগে পৃথিবীতে নবীন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়।
প্রশ্ন : ভারতের একটি হোর্স্ট জাতীয় পর্বতের নাম লেখ।
উত্তর : ভারতের একটি হোর্স্ট জাতীয় পর্বতের নাম হল সাতপুরা।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ