নবম শ্রেণি
ভূগোল সাজেশন
চতুর্থ অধ্যায়
ভূ গাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
পর্ব ১০
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : স্পেনের একটি ক্ষয়জাত পর্বতের নাম লেখ।
উত্তর : স্পেনের একটি ক্ষয়জাত পর্বতের নাম হল সিয়েরা নেভাদা।
প্রশ্ন : নদী মোহনায় দীর্ঘদিন ধরে পলি জমা হয়ে যে সমভূমি সৃষ্টি হয়েছে তার নাম কি?
উত্তর : নদী মোহনায় দীর্ঘদিন ধরে পুলিশ জমা হয় যে সমভূমি সৃষ্টি করে তার নাম হলো বদ্বীপ সমভূমি।
প্রশ্ন : গোবি মরুভূমির শুষ্ক পলি কণা দ্বারা কোন নদীর তীরে সমভূমি তৈরি হয়?
উত্তর : গোবি মরুভূমির শুষ্ক পলি কণা দ্বারা চীনের হোয়াংহো নদীর তীরে সমভূমি তৈরি হয়।
প্রশ্ন : ভূগর্ভ থেকে নির্গত লাভা জমাট বেঁধে উৎপন্ন ভূমিরূপের নাম কি?
উত্তর : ভূগর্ভ থেকে নির্গত লাভা জমাট বেঁধে উৎপন্ন ভূমিরূপ এর নাম হলো লাভা মালভূমি।
প্রশ্ন : সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশী উচু ভূমিরূপকে কি বলে?
উত্তর : সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশী উচু ভূমিরূপকে মালভূমি বলে।
প্রশ্ন : পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টির একটি কারণ উল্লেখ করো।
উত্তর : পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টির একটি প্রধান কারণ হলো গিরিজনি আলোড়ন সৃষ্টি প্রবল পার্শ্বচাপ।
প্রশ্ন : এমন একটি ভূমিরূপ এর নাম করো যার শীর্ষদেশ চ্যাপ্টা ও ঢাল বেশ খারাই।
উত্তর : মালভূমি হল এমন একটি ভূমিরূপ যার শীর্ষদেশ চ্যাপ্টার ঢাল বেশ খারাই।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ