নবম শ্রেণী
ভূগোল সাজেশন
প্রথম অধ্যায়
গ্রহরূপে পৃথিবী
পর্ব ৩
নিচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও ঃ
প্রশ্নঃ সৌরজগতের কোন্ গ্রহকে নীলগ্রহ বলে -
(ক) বুধ
(খ) শুক্র
(গ) পৃথিবী
(ঘ) মঙ্গল
উত্তরঃ (গ) পৃথিবী
প্রশ্নঃ ‘জিওয়েড’ কথার অর্থ হল –
(ক) অভিগত গোলক
(খ) সম্পূর্ণ গোলক
(গ) চ্যাপ্টা
(ঘ) পৃথিবীর মতো
উত্তরঃ- (ঘ) পৃথিবীর মতো
প্রশ্নঃ পৃথিবীর যমজগ্রহ বলা হয় কোন্ গ্রহকে -
(ক) বুধকে
(খ) শুক্রকে
(গ) মঙ্গলকে
(ঘ) শনিকে
উত্তরঃ (খ) শুক্রকে
প্রশ্নঃ ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায়, দিগন্তরেখার বিস্তৃতি তত –
(ক) কমে
(খ) বাড়ে
(গ) একই থাকে
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- (খ) বাড়ে
প্রশ্নঃ সর্বাধিক উপগ্রহের সংখ্যা -
(ক) পৃথিবীর
(খ) শনির
(গ) ইউরেনাসের
(ঘ) বৃহস্পতির
উত্তরঃ (ঘ) বৃহস্পতির
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ