নবম শ্রেণী
ভূগোল সাজেশন
প্রথম অধ্যায়
গ্রহরূপে পৃথিবী
পর্ব ২
নিচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও ঃ
প্রশ্নঃ গ্রহগুলির মধ্যে গড় ঘনত্ব সবচেয়ে বেশি –
(ক) ইউরেনাস
(খ) নেপচুন
(গ) পৃথিবী
(ঘ) বুধ
উত্তরঃ- (গ) পৃথিবী
প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? -
(ক) ১৪ কোটি ৭০ লক্ষ
(খ) ১৫ কোটি
(গ) ১৫ কোটি ২০ লক্ষ
(ঘ) ১৬ কোটি
উত্তরঃ (খ) ১৫ কোটি
প্রশ্নঃ জিপিএস এর মাধ্যমে কোন্ বিষয়টি জানা যায় না –
(ক) অক্ষাংশ
(খ) দ্রাঘিমা
(গ) উচ্চতা
(ঘ) বায়ুমন্ডলের গঠন
উত্তরঃ- (ঘ) বায়ুমন্ডলের গঠন
প্রশ্নঃ আয়তনের বিচারে গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান -
(ক) দ্বিতীয় স্থান
(খ) তৃতীয় স্থান
(গ) চতুর্থ স্থান
(ঘ) পঞ্চম স্থান
উত্তরঃ (ঘ) পঞ্চম স্থান
প্রশ্নঃ পৃথিবীর গভীরতম অঞ্চল –
(ক) মারিয়ানা খাত
(খ) সুন্দা খাত
(গ) সেন্ট লুইস খাত
(ঘ) কুমেরু অঞ্চল
উত্তরঃ- (ক) মারিয়ানা খাত
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ