নবম শ্রেণী
ভূগোল সাজেশন
প্রথম অধ্যায়
গ্রহরূপে পৃথিবী
পর্ব ৪
নিচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও ঃ
প্রশ্নঃ শনির একটি উপগ্রহের নাম হল –
(ক) চাঁদ
(খ) টাইটান
(গ) ফোবস
(ঘ) হমিয়া
উত্তরঃ- (খ) টাইটান
প্রশ্নঃ শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রে দেখা গেছে যে আকাশের সব জ্যোতিষ্কই হল -
(ক) চৌকাকার
(খ) গোলাকার
(গ) ত্রিকোণাকার
(ঘ) এর কোনোটিই নয়
উত্তরঃ (খ) গোলাকার
প্রশ্নঃ জিপিএস এর মাধ্যমে পৃথিবীর যে-কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য মহাকাশে আমেরিকা পরিচালিত উপগ্রহ স্থাপন করা হয়েছে –
(ক) ২২টি
(খ) ২৪টি
(গ) ২৬টি
(ঘ) ৩২টি
উত্তরঃ- (খ) ২৪টি
প্রশ্নঃ সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম কি? -
(ক) সেরেস
(খ) ইরিস
(গ) হামিয়া
(ঘ) মেকিমেকি
উত্তরঃ (ক) সেরেস
প্রশ্নঃ বামন গ্রহের যে বৈশিষ্ট্য যা অন্যান্য গ্রহের থেকে পৃথক করেছে তা হল –
(ক) গোলাকার
(খ) পযার্প্ত ভরযুক্ত
(গ) উপগ্রহ নেই
(ঘ) নিজকক্ষপথ থেকে মহাজাগতিক বস্তুকে সরাতে পারে না
উত্তরঃ- (ঘ) নিজকক্ষপথ থেকে মহাজাগতিক বস্তুকে সরাতে পারে না
প্রশ্নঃ সৌরজগতে আটটি গ্রহের মধ্যে একমাত্র বুধ ও শুক্রের আকৃতি হল -
(ক) জিওয়েড
(খ) অভিগত গোলাকার
(গ) সম্পূর্ন গোলক
(ঘ) ঊর্ধ্বভাগ চ্যাপটা
উত্তরঃ (গ) সম্পূর্ন গোলক
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ