বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরন দাও।
Type Here to Get Search Results !

বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরন দাও।

 প্রশ্ন ঃ বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরন দাও।

উত্তর ঃ বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলি গড়ে ওঠে তা নিচে আলোচনা করা হল -

(১) গৌর ঃ 

      বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলি গড়ে ওঠে তার মধ্যে গৌর একটি প্রধান ভূমিরূপ। বায়ুর গতি পথে কঠিন ও কোমল শিলা আসলে কঠিন শিলা আপেক্ষা কমল শিলা বেশি ক্ষয় পেয়ে ব্যাঙের ছাতা বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে। এই রকম আকৃতি বিশিষ্ট শিলাখন্ডকে গৌর বলে।

যেমন - আফ্রিকার সাহারা মরুভূমিতে এই রকম গৌর দেখা যায়।


(২) অপসারণ সৃষ্ট গর্ত ঃ 

     মরু অঞ্চলে বায়ু প্রবাহের জন্য নির্দিষ্ট স্থান থেকে হাজার হাজার টন বালি অন্যত্র অপসারিত হয়। যার ফলস্বরূপ বিশাল এলাকা জুড়ে ছোটো - বড়ো আকারের গর্ত সৃষ্টি হয়। একে বলে অপসারণ সৃষ্ট গর্ত। 

যেমন - মিশরের কাতারে বিশাল আকার আপসারন সৃষ্ট গর্ত আছে।


(৩) ইয়ারদাং ঃ

     বায়ুর গতিপথে পর্যায়ক্রমে উল্লম্বভাবে কঠিন ও কমল শিলায় গঠিত উচ্চভূমি থাকলে কঠিন শিলাস্তর কম ক্ষয় হয়ে খাড়া দেওয়ালযুক্ত উচ্চভূমি গঠিত হয় এবং কোমল শিলা সুড়ঙ্গের মতো অবস্থান করে। এই উচ্চ ও খাড়া ঢালযুক্ত ভূমিরূপকে ইয়ার্দাং বলে। 

যেমন - ইরানের লুটমরু, আফগানিস্তানের খশ্‌ মরু প্রভৃতি মরুতে ইয়ার্দাং দেখা যায়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close