বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলির বিবরণ দাও।
Type Here to Get Search Results !

বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলির বিবরণ দাও।

 প্রশ্ন : বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলির বিবরণ দাও

উত্তর : বায়ুর সঞ্চয় কার্যের ফলে প্রধান ভূমিরূপ গড়ে ওঠে তা নিয়ে আলোচনা করা হলো -
(১) বালিয়াড়ি
     এককথায় বালির চলমান স্তুপকে বালিয়াড়ি বলে। কোন বিস্তীর্ণ স্থান জুড়ে থাকা উঁচু ও দীর্ঘ বালির স্তুপ হল বালিয়াড়ি। এগুলি বছরে তিন থেকে পাঁচ মিটার পর্যন্ত স্থান পরিবর্তন করতে পারে। ব্যাকগ্রাউন্ড এর মধ্যে আকৃতি অনুসারে বালিয়াড়ি কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় -
(ক) তির্যক বালিয়াড়ি বার্খান : বায়ু প্রবাহ পথের আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি গুলিকে বার্খান বলে।
(খ) সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি : বায়ুপ্রবাহের সমান্তরালে দীর্ঘ ও সংকীর্ণ শৈলশিরার মত বালির স্তুপ গুলিকে সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে।
(২) লোয়েস : 
     লোয়েস কথাটির অর্থ হল "স্থানচ্যুত বস্তু"। বায়ুর পরিবহন ও অবক্ষেপণের মাধ্যমে গঠিত সমভূমি হল লোয়েস। লোয়েস বালিমিশ্রিত হলুদ বর্ণের শিথিল, অতি সূক্ষ্ম, পলল কণিকা যা বহুদূর থেকে বায়ু প্রবাহের সঙ্গে দীর্ঘ পথ অতিক্রম করে এসে সঞ্চিত হয়।
(৩) ওয়াদি : 
     আরবিক শব্দ ওয়াদি কথার অর্থ হল "মরুভূমির ক্ষণস্থায়ী নদীখাত"। মরুভূমিতে বৃষ্টির জল ধরার ক্ষয় কার্যের ফলে যে সমস্ত ছোট ছোট অনিত্যবহ ক্ষণস্থায়ী প্রকৃতির নদী বা সূক্ষ্ম নদী খাতের সৃষ্টি হয় তাদের ওয়াদি বলা হয়।
(৪) পেডিমেন্ট : 
     পর্বত পাদদেশে ঢালু সমতল উচ্চভূমি কে পেডিমেন্ট বলে। পেডিমেন্ট হল পর্বত পাদদেশীয় ঢালু ভূমি ভাগ। এগুলির ঢাল ছয় থেকে সাত ডিগ্রী হয়ে থাকে।
(৫) বাজাদা : 
     মরুভূমি অঞ্চলে প্লায়া ও পার্শ্ববর্তী অংশে স্বল্পমেয়াদী প্রবল বর্ষায় উৎপন্ন পলি জমে সৃষ্ট সমভূমি কে বাজাদা বলে। 
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close