নবম শ্রেণি
ভূগোল সাজেশন
পঞ্চম অধ্যায়
আবহবিকার
পর্ব ৩
প্রশ্ন : সিলিকেট খনিজে যে কোন রাসায়নিক আবহবিকার ঘটে -
(ক) জলযোজন
(খ) জারণ
(গ) আর্দ্র বিশ্লেষণ
(ঘ) অঙ্গার যোজন
উত্তর : (গ) আর্দ্র বিশ্লেষণ
প্রশ্ন : রাসায়নিক আবহবিকার এর হার দ্রুত হয় -
(ক) উষ্ণ আর্দ্র জলবায়ুতে
(খ) শুষ্ক জলবায়ুতে
(গ) শীতল জলবায়ুতে
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (ক) উষ্ণ আর্দ্র জলবায়ুতে
প্রশ্ন : জারণ প্রক্রিয়ায় শিলা মধ্যস্থ খনিজের সঙ্গে যুক্ত হয় -
(ক) কার্বন
(খ) অক্সিজেন
(গ) হাইড্রোজেন
(ঘ) জল
উত্তর : (খ) অক্সিজেন
প্রশ্ন : শিলা মধ্যস্থ খনিজের সঙ্গে কার্বনের যুক্ত হওয়ার প্রক্রিয়া টি হল -
(ক) জল যোজন
(খ) অঙ্গার যোজন
(গ) বিজারণ
(ঘ) জারণ
উত্তর : (খ) অঙ্গার যোজন
প্রশ্ন : পুঞ্জিত ক্ষয় হল অভিকর্ষ বলের টানে আবহবিকার গ্রস্ত পদার্থের -
(ক) নিম্নমুখী সঞ্চালন
(খ) পার্শ্ব দেশীয় সঞ্চালন
(গ) পশ্চাদগামী সঞ্চালন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (ক) নিম্নমুখী সঞ্চালন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ