নবম শ্রেণি
ভূগোল সাজেশন
পঞ্চম অধ্যায়
আবহবিকার
পর্ব ৪
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : ভূপৃষ্ঠস্থ শিলার অভ্যন্তর ভাগ দৃশ্যমান হয় -
(ক) নগ্নীভবন
(খ) আবহবিকার
(গ) ক্ষয়ীভবন
(ঘ) পুঞ্জিত ক্ষয়
উত্তর : (খ) নগ্নীভবন
প্রশ্ন : প্রস্তর চায় খন্ডিকরনে শিলাস্তর ভেঙে যায় -
(ক) কেন্দ্র বরাবর
(খ) মস্তক বরাবর
(গ) সন্ধিস্থল বরাবর
(ঘ) নিম্নতল বরাবর
উত্তর : (গ) সন্ধিস্থল বরাবর
প্রশ্ন : শিলায় মরিচা পড়ে কোন্ প্রক্রিয়ায়? -
(ক) জলযোজন
(খ) অঙ্গার যোজন
(গ) জারন
(ঘ) আদ্র বিশ্লেষণ
উত্তর : (গ) জারণ
প্রশ্ন : জলযোজনে হেমাটাইট পরিণত হয় -
(ক) ইলমেনাইটে
(খ) লিমোনাইটে
(গ) সিলিসিক অ্যাসিডে
(ঘ) ফেল্ডস্পারে
উত্তর : (খ) লিমোনাইটে
প্রশ্ন : জোয়ার ভাটার ফলে উপকূলীয় অঞ্চলে সৃষ্ট আবহবিকারকে বলে -
(ক) স্লেকিং
(খ) প্লাকিং
(গ) ফ্লেকিং
(ঘ) ওপরের কোনোটিই নয়
উত্তর : (ক) স্লেকিং
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ