নবম শ্রেণি
ভূগোল সাজেশন
পঞ্চম অধ্যায়
আবহবিকার
পর্ব ২
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন গুলোর উত্তর দাও :
প্রশ্ন : মরু ও উচ্চ পার্বত্য অঞ্চলে অধিক সক্রিয় কোন আবহবিকার?
(ক) যান্ত্রিক আবহবিকার
(খ) রাসায়নিক আবহবিকার
(গ) জৈব আবহবিকার
(ঘ) জৈব রাসায়নিক আবহবিকার
উত্তর : (ক) যান্ত্রিক আবহবিকার
প্রশ্ন : তুষার চার প্রক্রিয়া দেখা যায় কোন তৃণভূমিতে? -
(ক) পম্পাস তৃণভূমিতে
(খ) প্রেইরি তৃণভূমিতে
(গ) ভেল্ড তৃণভূমিতে
(ঘ) লেনোস তৃণভূমিতে
উত্তর : (খ) প্রেইরি তৃণভূমিতে
প্রশ্ন : প্রস্তর চাঁই খন্ডিকরন অধিক কার্যকরী হয় -
(ক) গ্রানাইট শিলায়
(খ) ব্যাসল্ট শিলা
(গ) বেলে পাথর
(ঘ) নিস্ শিলায়
উত্তর : (খ) ব্যাসল্ট শিলায়
প্রশ্ন : শল্কমোচন বেশিমাত্রায় সক্রিয় কোন শিলায়? -
(ক) মার্বেল পাথরে
(খ) ব্যাসল্ট শিলা
(গ) গ্রেনাইট শিলায়
(ঘ) শ্লেট পাথরে
উত্তর : (গ) গ্রেনাইট শিলায়
প্রশ্ন : পেঁয়াজের শল্ক পত্র মত শিলাস্তর খুলে আসার প্রক্রিয়াকে কি বলে? -
(ক) প্রস্তর চাঁই খন্ডিকরন
(খ) শল্কমোচন
(গ) অঙ্গার যোজনা
(ঘ) ক্ষুদ্র কণা বিসরণ
উত্তর : (খ) শল্কমোচন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ