নবম শ্রেনী
ভূগোল সাজেশন
পঞ্চম অধ্যায়
আবহবিকার
পর্ব ১
নীচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ ক্ষয়ীভবন একটি -
(ক) স্থিতিশীল প্রক্রিয়া
(খ) নিরপেক্ষ প্রক্রিয়া
(গ) গতিশীল প্রক্রিয়া
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) গতিশীল প্রক্রিয়া
প্রশ্নঃ আবহবিকার শব্দটি কোন্ শব্দ থেকে এসেছে? -
(ক) আবহাওয়া ও ক্ষয়ীভবন
(খ) আবহ ও বিকার
(গ) আবহাওয়া
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) আবহাওয়া
প্রশ্নঃ প্রাকৃতিক শক্তি ব্যতীত শিলাচূর্ণের অপসারন প্রক্রিয়াটি হল -
(ক) আবহবিকার
(খ) ক্ষয়ীভবন
(গ) পুঞ্জিত ক্ষয়
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) পুঞ্জিত ক্ষয়
প্রশ্নঃ আবহবিকার একটি -
(ক) অন্তর্জাত প্রক্রিয়া
(খ) বহির্জাত প্রক্রিয়া
(গ) আকস্মিক প্রক্রিয়া
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) বহির্জাত প্রক্রিয়া
প্রশ্নঃ বিচূর্ণিত শিলার অপসারণ ঘটে যে প্রক্রিয়ায় -
(ক) পুঞ্জীতভবন
(খ) মাধ্যাকর্ষন শক্তি
(গ) ক্ষয়ীভবন
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) ক্ষয়ীভবন
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ