নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
দ্বিতীয় অধ্যায়
বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
পর্ব ৩
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : নেপোলিয়ন জার্মানির 300 টি রাজ্য ভেঙে কতগুলি রাজ্য গড়ে তোলেন?
(ক) ২৫ টি
(খ) ৩৯ টি
(গ) ৪৭ টি
(ঘ) ১৪৯ টি
উত্তর : (খ) ৩৯ টি
প্রশ্ন : "পোড়ামাটির নীতি" অনুসরণ করেন -
(ক) পর্তুগিজরা
(খ) রুশরা
(গ) ইংরেজরা
(ঘ) জার্মানরা
উত্তর : (খ) রুশরা
প্রশ্ন : "অর্ডার ইন কাউন্সিল" জারি করে -
(ক) পর্তুগাল
(খ) স্পেন
(গ) রাশিয়া
(ঘ) ইংল্যান্ড
উত্তর : (ঘ) ইংল্যান্ড
প্রশ্ন : কারা নেপোলিয়নের সঙ্গে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়? -
(ক) রাশিয়া
(খ) অস্ট্রিয়া
(গ) ইংল্যান্ড
(ঘ) প্রাশিয়া
উত্তর : (ক) রাশিয়া
প্রশ্ন : নেপোলিয়ন মস্কো দখল করেন -
(ক) ১৮১২ খ্রিস্টাব্দে ১৪ সেপ্টেম্বর
(খ) ১৮২২ খ্রিস্টাব্দে ২ জুলাই
(গ) ১৮৩২ খ্রিস্টাব্দে ১০ সেপ্টেম্বর
(ঘ) ১৮৪৪ খ্রিস্টাব্দে ১২ আগস্ট
উত্তর : (ক) ১৮১২ খ্রিস্টাব্দে ১৪ সেপ্টেম্বর
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ