নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
দ্বিতীয় অধ্যায়
বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
পর্ব ৪
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : স্পেনের যুদ্ধে ফরাসি সেনাপতি ছিলেন -
(ক) লেনসন মেনডেলা
(খ) নেপোলিয়ন
(গ) মার্শাল জুনো
(ঘ) দুঁপ
উত্তর : (ঘ) দুঁপ
প্রশ্ন : "টিলসিটের সন্ধি" স্বাক্ষরিত হয় -
(ক) ফ্রান্স ও ইতালির মধ্যে
(খ) ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে
(গ) ফ্রান্স ও রাশিয়ার মধ্যে
(ঘ) ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে
উত্তর : (গ) ফ্রান্স ও রাশিয়ার মধ্যে
প্রশ্ন : বোরোডিনের যুদ্ধ ফরাসি বাহিনীর বিরুদ্ধে সাফল্য দেখায় রুশ সেনাপতি -
(ক) নেলসন ম্যান্ডেলা
(খ) বার্কলে
(গ) কুতুজভ
(ঘ) বাগ্রাসিও
উত্তর : (গ) কুতুজভ
প্রশ্ন : বার্লিন ডিক্রি জারি করেন -
(ক) নেপোলিয়ন
(খ) ব্রান্সউইক
(গ) আবে সিইয়েস
(ঘ) মন্টজেলার্ড
উত্তর : (ক) নেপোলিয়ন
প্রশ্ন : কোন যুদ্ধে "জাতিসমূহের যুদ্ধ" নামে পরিচিত?
(ক) লাইপজিগের যুদ্ধ
(খ) উপদ্বীপের যুদ্ধ
(গ) বোরোডিনোর যুদ্ধ
(ঘ) ওয়াটারলুর যুদ্ধ
উত্তর : (ক) লাইপজিগের যুদ্ধ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ