নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
দ্বিতীয় অধ্যায়
বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
পর্ব ৫
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন -
(ক) মেটারনিক
(খ) বিসমার্ক
(গ) নেপোলিয়ান
(ঘ) স্ট্যালিন
উত্তর : (গ) নেপোলিয়ন
প্রশ্ন : নেপোলিয়ন কোন যুদ্ধে পরাজিত হলে জার্মানি তার অধীনতা মুক্ত হয়? -
(ক) বোরোডিনোর যুদ্ধ
(খ) লাইপজিগের যুদ্ধ
(গ) ড্রেসডেনের যুদ্ধ
(ঘ) ভিত্তোরিয়ার যুদ্ধ
উত্তর : (খ) লাইপজিগের যুদ্ধ
প্রশ্ন : রাশিয়া নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ করে দেয়ার জন্য যে নীতি প্রয়োগ করে তা হল -
(ক) সেপ্টেম্বরে ঘটনা
(খ) পোড়ামাটি নীতি
(গ) ক্যাশ অ্যান্ড ক্যারি
(ঘ) অক্টোবর ঘটনা
উত্তর : (খ) পোড়ামাটি নীতি
প্রশ্ন : নেপোলিয়নের মৃত্যু হয় -
(ক) ১৮১৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮২০ খ্রিস্টাব্দে
(গ) ১৮২১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২২ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৮২১ খ্রিস্টাব্দে
প্রশ্ন : কোন ঘটনার জন্য ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে পাল্টা অবরোধ ব্যবস্থা জারি করেছিল? -
(ক) মিলান ডিক্রি
(খ) মহাদেশীয় ব্যবস্থা
(গ) বার্লিন ডিক্রি
(ঘ) অর্ডার ইন কাউন্সিল
উত্তর : (ঘ) অর্ডার ইন কাউন্সিল
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ