নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
দ্বিতীয় অধ্যায়
বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
পর্ব ২
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : ফরাসি বিপ্লবের "অগ্নিময় তরবারি" বলা হয় -
(ক) নেপোলিয়নকে
(খ) রোবসপিয়ারকে
(গ) ভলতেয়ারকে
(ঘ) রুশোকে
উত্তর : (ক) নেপোলিয়নকে
প্রশ্ন : নেপোলিয়নের সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশকে বিভক্ত করেন? -
(ক) ৮২ টি
(খ) ৮৩ টি
(গ) ৮৪ টি
(ঘ) ৮৫ টি
উত্তর : (খ) ৮৩ টি
প্রশ্ন : ম্যারেঙ্গোর যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয় -
(ক) রাশিয়া
(খ) স্পেন
(গ) অস্ট্রিয়া
(ঘ) পর্তুগাল
উত্তর : (গ) অস্ট্রিয়া
প্রশ্ন : "কোড নেপোলিয়ন" চালু করেন -
(ক) তৃতীয় নেপোলিয়ন
(খ) চতুর্দশ লুই
(গ) নেপোলিয়ন বোনাপার্ট
(ঘ) ষোড়শ লুই
উত্তর : (গ) নেপোলিয়ন বোনাপার্ট
প্রশ্ন : কোন সন্ধির দ্বারা নেপোলিয়নের সাম্রাজ্য চূড়ান্ত সীমায় উপনীত হয়? -
(ক) অ্যামিয়েন্সের
(খ) প্রেসবার্গের
(গ) টিলসিটের
(ঘ) লুনভিলের
উত্তর : (গ) টিলসিটের
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ