নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
প্রথম অধ্যায়
ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
পর্ব ৯
অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : কোন ঘটনাকে ফরাসি বিপ্লবের সূচনা কাল বলে ধরা হয়?
উত্তর : ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ ই জুলাই বাস্তিল দুর্গের পতনকেই ফরাসি বিপ্লবের সূচনা কাল বলে ধরা হয়।
প্রশ্ন : ফরাসি জাতীয় সভার নাম কি ছিল?
উত্তর : স্টেটস জেনারেল।
প্রশ্ন : বাস্তিল দুর্গ কবে আক্রমণ করা হয়েছিল?
উত্তর : ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই।
প্রশ্ন : ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম লেখ।
উত্তর : "কাঁদিদ" ও "দার্শনিকের অভিধান"
প্রশ্ন : সাঁকুলেৎ কাদের বলা হত?
উত্তর : ফ্রান্সের নিম্ন শ্রেণীর মানুষ যারা শহর ও গ্রামের দরিদ্র, নিঃস্ব ও ভবঘুরে তাদের সাঁকুলেৎ বলা হত।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ