নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
প্রথম অধ্যায়
ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
পর্ব ১০
অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : কবে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল?
উত্তর : ১৭৮৯ খ্রিস্টাব্দে ২০ জুন
প্রশ্ন : টাইথ কী?
উত্তর : ফরাসিরা উৎপন্ন ফসলের 10% ধর্মকর চার্চকে প্রদান করত। একেই টাইথ বলা হত।
প্রশ্ন : কে এবং কবে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করেন?
উত্তর : ফরাসি সংবিধান সভা১৭৮৯ খ্রিস্টাব্দে ২৬ আগস্ট ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করেন।
প্রশ্ন : সন্ত্রাসের শাসনের কয়েকজন নেতার নাম লেখ।
উত্তর : সন্ত্রাসের শাসনের কয়েকজন নেতার নাম হল রোবসপিয়ার, হিবার্ট ও দাঁতোঁ।
প্রশ্ন : বিপ্লবের সময় ফ্রান্সের দুটি রাজনৈতিক দলের নাম লেখ।
উত্তর : জ্যাকোবিন ও জিরন্দিস্ট হল ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের দুটি রাজনৈতিক দল।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ