নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
প্রথম অধ্যায়
ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
পর্ব ৮
অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হত?
উত্তর : পঞ্চদশ লুই কে
প্রশ্ন : তৃতীয় স্টেট বা তৃতীয় সম্প্রদায় কাদের বলা হত?
উত্তর : বিশেষত নিচের সম্প্রদায় অর্থাৎ কৃষক-শ্রমিক সর্বহারা ভবঘুরে বা সাঁকুলোৎদের নিয়ে গঠিত তৃতীয় সম্প্রদায়।
প্রশ্ন : ফরাসি বিপ্লবের আদর্শ কি কি ছিল?
উত্তর : সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।
প্রশ্ন : কে প্রাক বিপ্লব কালের ফ্রান্সকে "ভ্রান্ত অর্থনীতির জাদুঘর" বলে অভিহিত করেছেন?
উত্তর : ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ।
প্রশ্ন : ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তর : ষোড়শ লুই
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ