নবম শ্রেণী
বাংলা সাজেশন
ধীবর বৃত্তান্ত
কালিদাস
পর্ব ৮
অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ জীবনকে রক্ষীরা ভোর এনেছিল কেন?
উত্তর: ধীবর রাজা দুষ্মন্তের নাম খোদাই করা একটি আংটি বিক্রি করার জন্য লোক কে দেখাচ্ছিলো বলে চোর ভেবে তাকে রক্ষীরা ধরে এনেছিল।
প্রশ্নঃ ধীবর কোথায় থাকে?
উত্তর: ধীবর শক্রাবতারে থাকে।
প্রশ্নঃ ধীবর আংটিটি কোথায় পেয়েছিল?
উত্তর: ধীবর আংটিটি রুই মাছের পেটে থেকে পেয়েছিল।
প্রশ্নঃ ধীবর কে গোসাপ খাওয়া জেলে বলে রাজশ্যালকের মনে হয়েছিল কেন?
উত্তর: ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল বলে রাজশ্যালক তাকে গোসাপ খাওয়া জেলে মনে করেছিলেন।
প্রশ্নঃ ধীবর সংসার চালাতো কিভাবে?
উত্তর: সে জাল, বরশি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাত।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ