নবম শ্রেণী
বাংলা সাজেশন
ধীবর বৃত্তান্ত
কালিদাস
পর্ব ৯
অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ শ্যালক রাজবাড়ীতে গিয়েছিল কেন?
উত্তর:আংটিটি বিষয়ে ধীবর যা যা বলেছিল তার সত্যি কিনা তা জানতে শ্যালক রাজবাড়ীতে গিয়েছিল।
প্রশ্নঃ ধীবর সম্পর্কে রাজার আদেশ কি ছিল?
উত্তর: রাজা দুষ্মন্ত ধীবর কে আন্টি টির মূল্যের সমপরিমাণ অর্থ পরিতোষিক সহ মুক্তি দেবার আদেশ দিয়েছিলেন।
প্রশ্নঃ আংটিটি রাজার খুব প্রিয় ছিল-একথা জালুকের মনে হয়েছিল কেন?
উত্তর: আংটিটি ফিরে পেয়ে রাজা ধীবরকেযে পরিমাণ অর্থ পারিতোষিক দিয়েছিলেন তা দেখে জালুক ভেবেছিলো আংটিটি নিশ্চয়ই রাজার খুব প্রিয় ছিল।
প্রশ্নঃ আংটিটি পেয়ে রাজার কোন প্রতিক্রিয়া হয়েছিল?
উত্তর: আংটিটি ফিরেছে রাজা দুষ্মন্ত মুহূর্ত কালের জন্য বিহ্বলভাবে চেয়েছিল।
প্রশ্নঃ মুক্তি ও পারিতোষিক পেয়ে ধীবর কি করেছিল?
উত্তর: মুক্তি পেয়ে খুশিতে ধীবর পারিতোষিকের অর্ধেক রক্ষীদের ফুলের দাম হিসাবে দিয়েছিল।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ