নবম শ্রেণী
বাংলা সাজেশন
ধীবর বৃত্তান্ত
কালিদাস
পর্ব ৭
অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ তীর্থ থেকে ফিরে এসে মহর্ষি কণ্ব কি করেছিলেন?
উত্তর:শকুন্তলাকে পতিগৃহে অর্থাৎ রাজা দুষ্মন্তের কাছে পাঠাবার ব্যবস্থা করেছিলেন।
প্রশ্নঃ শকুন্তলার সখি বাবাকে ভবিষ্যতের স্মারকচিহ্ন বলে মনে করেছিলেন?
উত্তর: রাজা দুষ্মন্ত কণ্বমুনির আশ্রম থেকে বিদায় কালে শকুন্তলার আঙুলে আংটিটি পরিয়ে দিয়েছিলেন তাকে শকুন্তলার সখীরা ভবিষ্যতের স্মারকচিহ্ন বলে মনে করেছিলেন।
প্রশ্নঃ পতিগৃহে যাবার পর শকুন্তলাকে দেখে দুষ্মন্তের প্রতিক্রিয়া কি হয়েছিল?
উত্তর: পতিগৃহে যাবার পর শকুন্তলাকে দেখে দুষ্মন্ত তাকে চিনতে পারেননি।
প্রশ্নঃ দুষ্মন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলার কিভাবে হারিয়ে ফেলেছিলেন?
উত্তর:পতিগৃহে যাবার পথে এসো তিথিতে স্নানের পর শকুন্তলা যখন অঞ্জলি দিতে যান তখন আংটিটি হাত থেকে খুলে জলে পড়ে গিয়েছিলো। আর এইভাবে আংটি হারিয়ে যায়।
প্রশ্নঃ ধীবরকে কারা ধরে এনেছিল?
উত্তর:ধীবর কে নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং দুজন রক্ষী সূচক ও জালুক ধরে নিয়েছিল।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ