নবম শ্রেণী
বাংলা সাজেশন
ধীবর বৃত্তান্ত
কালিদাস
পর্ব ৬
অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন?
উত্তর: ঋষি দুর্বাসা
প্রশ্নঃ শকুন্তলাকে দুর্বাসার অভিশাপ দিয়েছিলেন কেন?
উত্তর: স্বামী দুষ্মন্তের চিন্তায় অন্যমনস্ক হয়ে পড়ায় শকুন্তলা দুর্বাসার আগমন সংবাদ বুঝতে পারেননি। এই অবহেলাই অপমানিত হয় দুর্বাসা শকুন্তলা' কে অভিশাপ দেয়।
প্রশ্নঃ দুর্বাসা মুনি শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন?
উত্তর: দুর্বাসা মুনি শকুন্তলাকে এই বলে অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় মগ্ন সে ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন।
প্রশ্নঃ শকুন্তলার সখির নাম কি ছিল?
উত্তর: প্রিয়ংবদা
প্রশ্নঃ দুর্বাসা মুনি কিভাবে তার অভিশাপের প্রভাব দূর হবে বলে জানিয়েছিলেন?
উত্তর: প্রিয়ংবদার বিশেষ অনুরোধে দুর্বাসা মুনি জানিয়েছিলেন, যদি তিনি কোন নিদর্শন তার প্রিয়জনকে দেখাতে পারেন তবে অভিশাপের প্রভাব দূর হবে।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ