নবম শ্রেণী
বাংলা সাজেশন
দাম
নারায়ন গঙ্গোপাধ্যায়
পর্ব ৩
নিচের বহু বিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ 'কলকাতা থেকে দ্রুত যতবেশি হয় আমাদের মতো নগণ্যোর পক্ষে ততই তা -
(ক) দুঃখের
(খ) খুশির
(গ) আনন্দের
(ঘ) সুখাবহ
উত্তর: (ঘ) সুখাবহ
প্রশ্নঃ 'সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল'-বক্তা উদ্ধৃতি দিয়েছিলেন -
(ক) কিটস ও জীবনানন্দ এর উক্তি
(খ) রায়রন ও নজরুলের উক্তি
(গ) রবীন্দ্রনাথ ও বার্নাডশ - এর উক্তি
(ঘ) শেক্সপিয়ার ও কালিদাসের উক্তি
উত্তর: (গ) রবীন্দ্রনাথ ও বার্নাডশ - এর উক্তি
প্রশ্নঃ 'টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম'-তখন অল্পের জন্য -
(ক) প্রস্তুতিতে স্ফীত হয়ে উঠলাম না
(খ) গলার স্বর শোনা গেল না
(গ) রক্ষা পেলুম
(ঘ) ফুলদানিটা রক্ষা পেল
উত্তর: (ঘ) ফুলদানিটা রক্ষা পেল
প্রশ্নঃ 'তিনি আসতে চাইছেন না' - তিনি দাঁড়িয়ে রয়েছেন -
(ক) বাইরে মাঠে
(খ) অন্ধকারে
(গ) ঘরের বাইরে
(ঘ) স্কুলের বাইরে
উত্তর: (ক) বাইরে মাঠে
প্রশ্নঃ 'তারপর চোখে পরল মানুষটিকে' - মানুষটি
(ক) মোটা ও বেঁটে চেহারা
(খ) কুঁজো, লম্বা চেহারা
(গ) লম্বা ও মোটা চেহারা
(ঘ) কুজো ও বেঁটে চেহারা
উত্তর: (খ) কুঁজো, লম্বা চেহারা
নবম শ্রেণী অন্যান্য সাজেশন



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ