নবম শ্রেণী
বাংলা সাজেশন
দাম
নারায়ন গঙ্গোপাধ্যায়
পর্ব ২
নিচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ 'পরীক্ষার লাস্ট বেল পড়ো পড়ো' - অথচ -
(ক) মাস্টারমশাই গার্ড হয়ে দাঁড়িয়ে আছেন
(খ) মাস্টারমশাইয়ের দুচোখ দিয়ে আগুন ঝরছে
(গ) কর্তৃপক্ষ ছাড়লেন না
(ঘ) একটা অংক আমার মিলছে না
উত্তর: (ঘ) একটা অংক আমার মিলছে না
প্রশ্নঃ 'আর আমাকে স্কুলে অংক কষতে হয়না' - আমি কলেজে -
(ক) চাকরি করি
(খ) যাইনা
(গ) যাবই
(ঘ) বাংলা পড়াই
উত্তর: (ঘ) বাংলা পড়াই
প্রশ্নঃ 'মূল কথাটা এই ছিল' - অহেতুক তাড়ণা করে কাউকে -
(ক) বোঝানো যায় না
(খ) শিক্ষা দেওয়া যায় না
(গ) শেখানো যায় না
(ঘ) পাওয়া যায় না
উত্তর: (খ) শিক্ষা দেওয়া যায় না
প্রশ্নঃ 'অতিথ্য নিয়ে যেতে হবে ওখানে'। অতিথ্য নিয়ে সেখানে -
(ক) বিনা পয়সায় বেড়ানো যায়
(খ) স্মৃতি চারণা করতে হবে
(গ) বক্তৃতা দিতে হবে
(ঘ) অটোগ্রাফ দিতে হবে
উত্তর: (গ) বক্তৃতা দিতে হবে
প্রশ্নঃ 'কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্ভার্ধনা মেলে'-এখানকার চড়ুই পাখি সেখানে -
(ক) রাজহংসের সমান
(খ) সম্ভ্রান্ত মানুষের সমান
(গ) গাধার সমান
(ঘ) ঘোড়ার সমান
উত্তর: (ক) রাজহংসের সমান
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ