নবম শ্রেণী
বাংলা সাজেশন
দাম
নারায়ন গঙ্গোপাধ্যায়
পর্ব ১
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ 'স্কুলে কি বিভীষিকায় যে ছিল'-স্কুলে বিভীষিকায় ছিলেন -
(ক) সুকুমার
(খ) মাস্টারমশাই
(গ) ভদ্রলোক
(ঘ) কর্তৃপক্ষ
উত্তর: (গ) ভদ্রলোক
প্রশ্নঃ 'একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরেই এগিয়ে যেতেন' - মাস্টারমশাই এগিয়ে যেতে -
(ক) সুকুমারের দিকে
(খ) ক্লাস রুমের দিকে
(গ) অফিস ঘরের দিকে
(ঘ) ব্ল্যাকবোর্ডের দিকে
উত্তর: (ঘ) ব্ল্যাকবোর্ডের দিকে
প্রশ্নঃ 'এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই' - মাস্টারমশাই কল্পনা করতে পারতেন না যে -
(ক) পুরুষ মানুষ হয়ে অংক পারে না
(খ) জ্যামিতির এক্সটা করতে হবে
(গ) একটা অংক আমার মিলছে না
(ঘ) ছেলেদের অংক মুখস্ত নেই
উত্তর: (ক) পুরুষ মানুষ হয়ে অংক পারে না
প্রশ্নঃ 'প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস?' - প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল -
(ক) সেখানে রাজচিত সংবর্ধনা পাওয়া যাবে
(খ) যে অংক জানে না সেখানে তাঁর প্রবেশ নিষেধ
(গ) বাংলাদেশের কলেজে বক্তৃতা দিতে হবে
(ঘ) স্মৃতির দিকে তাকাবার অবসর নেই
উত্তর: (খ) যে অংক জানে না সেখানে তাঁর প্রবেশ নিষেধ
প্রশ্নঃ 'প্রচন্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত' - মাথা ঘুরে গেলেও -
(ক) কৌতুহল থাকা চলতনা
(খ) কাঁদবার জো ছিল না
(গ) লোককে জানাত যেত না
(ঘ) অহেতুক তাড়ডনা দেওয়া যেত না
উত্তর: (খ) কাঁদবার জো ছিল না



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ