নবম শ্রেণী
বাংলা সাজেশন
দাম
নারায়ন গঙ্গোপাধ্যায়
পর্ব ৪
নিচের বহু বিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ 'ওই স্বর বিদ্যুৎ এর আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছেন।'বিদ্যুৎ এর আলোর মতন উদ্ভাসিত হয়ে উঠেছে -
(ক) সম্ভ্রান্ত ব্যক্তিটিকে
(খ) ছাত্রদের
(গ) মাস্টারমশাই
(ঘ) সুকুমার
উত্তর: (গ) মাস্টারমশাই
প্রশ্নঃ 'বেঁচে থাকো বাবা যশস্বী হও' - একথা বলেন -
(ক) মাস্টারমশাই
(খ) জনৈক ব্যক্তি
(গ) বুড়ো প্রিন্সি পাল
(ঘ) সুকুমার
উত্তর: (ক) মাস্টারমশাই
প্রশ্নঃ 'মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল' - জীব শুকিয়ে গেল
(ক) লজ্জায়
(খ) লজ্জায় ও আত্মগ্লানিতে
(গ) ঘৃণায়
(ঘ) আনন্দে
উত্তর: (খ) লজ্জায় ও আত্মগ্লানিতে
প্রশ্নঃ 'খালি শাসন করেছি, পিড়ন করেছি' - বলতে বলতে মাস্টারমশাই জামার পকেট থেকে বের করলেন -
(ক) একটা চিঠি
(খ) রুমাল
(গ) পেন
(ঘ) শতচ্ছিন্ন পত্রিকা
উত্তর: (ঘ) শতচ্ছিন্ন পত্রিকা
প্রশ্নঃ 'আবছা আলো টাই এমন অভ্যস্ত হয়ে উঠেছিলুম - অবছা আলোয় দেখা গেল -
(ক) মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পরছে
(খ) তার মুখ উদ্ভাসিত হয়ে উঠেছে
(গ) মহা সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছে সে
(ঘ) বাইরে বৃষ্টি পড়ছে
উত্তর: (ক) মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ